বাগেরহাট সদরের একটি মুদিদোকানে ‘বাকিতে পণ্য বিক্রি না করায়’ দোকানিকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে সদর উপজেলার হজরত খানজাহান (র.)-এর মাজার রোডে এ ঘটনা ঘটে। ঘটনার পরপরই দোকান থেকে অভিযুক্ত শেখ হুমায়ুন কবিরকে (২২) আটক করেছে পুলিশ।
নিহত ওই দোকানির নাম মল্লিক দেলোয়ার হোসেন (৫৫)। তিনি সদর উপজেলার রণবিজয়পুর গ্রামের বাসিন্দা। এদিকে আটক শেখ হুমায়ুন কবির একই উপজেলার সুন্দরঘোনা গ্রামের বাসিন্দা।
পুলিশ জানায়, গতকাল রাতে দেলোয়ারের দোকানে হুমায়ুন কবির কেনাকাটা করতে যান। কেনাকাটা শেষে নগদ টাকা পরিশোধ না করে হুমায়ুন কবির বাকি রাখতে চান। দেলোয়ার তাতে রাজি না হলে দুজনের মধ্যে বাগ্বিতণ্ডা হয়। একপর্যায়ে হুমায়ুন কবির দোকানের ভেতর থেকে একটি রড নিয়ে দেলোয়ারের মাথায় একাধিক আঘাত করেন। এতে ঘটনাস্থলেই দেলোয়ারের মৃত্যু হয়।
বাগেরহাট সদর মডেল থানার পরিদর্শক শেখ মো. রেফাতুল ইসলাম বলেন, ঘটনার পর উত্তেজিত জনতার হাত থেকে বাঁচতে হুমায়ুন কবির দোকানের ভেতর ঢুকে দোকানের ঝাঁপ বন্ধ করে দিয়েছিলেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দোকানের ঝাঁপ খুলে হুমায়ুন কবিরকে আটক করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি হত্যার কথা স্বীকার করেছেন।