বাকেরগঞ্জের তুলাতলী নদীতে বাল্কহেড ডুবে সুকানি নিখোঁজ
বরিশালের বাকেরগঞ্জ উপজেলার তুলাতলী নদীতে বালুবাহী একটি বাল্কহেড ডুবে গিয়ে এর সুকানি (চালক) নিঁখোজ রয়েছেন। তাঁর নাম মিলন মোল্লা (২৩)।
উপজেলার রঙ্গশ্রী ইউনিয়নের ইমামকাঠি গ্রামসংলগ্ন তুলাতলী নদীতে নোঙর করে রাখা বাল্কহেডটি বৃহস্পতিবার ভোরে ডুবে যায়। মিলন মোল্লা উপজেলার গাড়ুরিয়া ইউনিয়নের হিরাধর গ্রামের কালাম মোল্লার ছেলে।
বাকেরগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) মো. মনির হোসেন বলেন, নদীতে জোয়ার থাকায় রাতে আবু সালেহ-২ নামের বাল্কহেডটি ইমামকাঠি গ্রামসংলগ্ন তুলাতলী নদীতে নোঙর করে রাখা হয়। এরপর এতে থাকা চারজন শ্রমিক ঘুমিয়ে পড়েন। ভোরে নদীতে ভাটা শুরু হলে বাল্কহেডের এক পাশ তীরের মাটিতে আটকে যায় এবং সেটি কাত হয়ে ডুবে যায়। এ সময় তিন শ্রমিক সাঁতরে তীরে উঠতে পারলেও সুকানি মিলন নিখোঁজ হন।
এসআই মো. মনির হোসেন আরও বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরিরা তল্লাশি শুরু করেছেন। বেলা ৩টা পর্যন্ত তাঁকে উদ্ধার করা যায়নি।
বাল্কহেডের শ্রমিক নাসিরুল বলেন, ‘ফজরের আজানের সময় বাল্কহেডটি কাত হয়ে ডুবে যায়। সুকানি মিলন বিষয়টি টের পেয়ে সবাইকে ডেকে তোলেন। বাল্কহেডটি অর্ধেক ডুবে গেলে তাঁরা তিনজন নদীতে ঝাঁপ দেন। এ সময় মিলন কিছু একটা আনতে ইঞ্জিন রুমে যান। আমরা তাঁকে নিষেধ করি। এর পরপরই বাল্কহেডটি ডুবে যায়। আমরা সাঁতরে তীরে উঠতে পারলেও মিলন আর উঠতে পারেননি।’