বাগমারায় উপহার নিয়ে দুস্থদের বাড়িতে পুলিশ
রাজশাহীর বাগমারার গোয়ালকান্দা গ্রামের বৃদ্ধ ইয়াছিন আলীর (৭২) বাড়ির সামনে গতকাল সোমবার বিকেলে থামে পুলিশের গাড়ি। সেখান থেকে নেমে দুই পুলিশ কর্মকর্তা সরাসরি তাঁর বাড়িতে গিয়ে খোঁজ করেন। এতে ভড়কে যান বৃদ্ধ। তবে থলেভর্তি উপহার পেয়ে শঙ্কা ভুলে খুশি হন তিনি।
শুধু ইয়াছিন আলী নন, তাঁর মতো উপজেলার শতাধিক দুস্থ ব্যক্তির হাতে তুলে দেওয়া হয়েছে রাজশাহী জেলা পুলিশ সুপারের ঈদ উপহার।
রাজশাহী জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার ইফতেখায়ের আলম বলেন, ঈদুল আজহা উপলক্ষে পুলিশ সুপার (এসপি) এ বি এম মাসুদ হোসেন দুস্থদের পাশে দাঁড়ানোর উদ্যোগ নেন। এ জন্য তিনি নিজের বেতন-বোনাসের জমানো টাকায় ১ হাজার পরিবারের জন্য ঈদের খাবার হিসেবে পোলাওর চাল, চিনি, লাচ্চা সেমাই, তেল, গুঁড়া দুধ ও মসলা কেনেন। সেগুলো জেলা পুলিশ সুপারের ঈদ উপহার লেখা একটি থলেতে ভরে পাঠানো হয় জেলার থানাগুলোতে। ওই সব এলাকার দুস্থ ও অসহায় ব্যক্তিদের মধ্যে বাড়ি বাড়ি গিয়ে পৌঁছে দেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয় এসপির পক্ষ থেকে। সেই মোতাবেক থানার পুলিশ কর্মকর্তারা নিজ নিজ এলাকার দুস্থ ও অসহায় ব্যক্তিদের চিহ্নিত করে তাঁদের বাড়িতে এসব উপহার পৌঁছে দেন।
ঈদ উপহারের প্যাকেট পাওয়া বাগমারা পূর্ব পাড়া গ্রামের প্রতিবন্ধী নাসির উদ্দিন বলেন, ‘এত দিন জানতাম পুলিশ শুধু অপরাধীদের ধরে। মানুষকে খাবার দেয়, এটা জানা ছিল না। ঈদে কোনো কিছু কিনতে পারেননি। পুলিশের উপহার পাওয়াতে আর চিন্তা করতে হবে না।’ লোকজন মাংস দিলে পোলাও–মাংস খেতে পারবেন বলে জানান তিনি।