বাগমারায় ওসির নম্বর ক্লোন করে প্রার্থীদের কাছ থেকে টাকা দাবি

মোবাইল ফোন
ফাইল ছবি

রাজশাহীর বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) দাপ্তরিক মুঠোফোন নম্বর ক্লোন করে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে প্রার্থীদের কাছ থেকে খরচ বাবদ টাকা দাবি করেছে প্রতারক চক্র। এতে প্রার্থীরা বিভ্রান্তির মধ্যে পড়েছেন।

পুলিশ ও ইউপি প্রার্থী সূত্রে জানা যায়, গতকাল বৃহস্পতিবার রাত থেকে একটি প্রতারক চক্র ওসির সরকারি নম্বর ক্লোন করে প্রার্থীর কাছ থেকে নির্বাচন উপলক্ষে ৫০ হাজার থেকে ১ লাখ টাকা দাবি করেছে। নির্বাচনে খরচ হবে এবং বিশেষ সুবিধা দেওয়ার প্রলোভন দেখায় চক্রটি। টাকা পাঠানোর জন্য একাধিক বিকাশ নম্বরও দেওয়া হয়। দ্রুত ওই নম্বরে টাকা পাঠানোর জন্য তাগিদ দেওয়া হয়। আজ শুক্রবার সকাল থেকে ওসির ক্লোন করা নম্বর থেকে ফোন করে একই কায়দায় কয়েকজন চেয়ারম্যান পদপ্রার্থীর কাছে টাকা চায় প্রতারক চক্রটি। কয়েকজনের সন্দেহ হলে ওসিকে জানালে ঘটনাটি প্রকাশ পায়। পরে ওসি বিষয়টি স্থানীয় সাংবাদিকদের জানান এবং প্রতারণা থেকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে ফেসবুকে স্ট্যাটাস দেন।

নাম প্রকাশ না করার শর্তে গোবিন্দপাড়া ইউপির এক চেয়ারম্যান পদপ্রার্থী জানান, তিনি ৩০ হাজার টাকা আজ সকালে দিয়েছেন। পরে সন্দেহ হওয়ায় প্রতারিত হওয়ার বিষয়টি তিনি বুঝতে পারেন।

বাগমারা থানার ওসি মোস্তাক আহম্মেদ প্রথম আলোকে বলেন, তিনি বিষয়টি জানার পর উপজেলার প্রার্থীদের ফোন করে সতর্ক করে দিয়েছেন। ইতিমধ্যে অনেকে প্রতারিত হওয়ার কথাও জানিয়েছেন। প্রতারক চক্রকে শনাক্ত করতে পুলিশ কাজ শুরু করছে।

গণিপুর ইউপির আওয়ামী লীগের চেয়ারম্যান পদপ্রার্থী এস এম এনামুল হক প্রথম আলোকে বলেন, আজ সকালে তাঁর কাছে ফোন করে টাকা চাওয়া হয়েছিল। তিনি ওসির কণ্ঠের সঙ্গে পরিচিত থাকায় প্রতারক চক্রের বিষয়টি নিশ্চিত হন।

পঞ্চম ধাপে আগামী ৫ জানুয়ারি বাগমারা উপজেলার ১৬টি ইউপিতে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।