নরদাশ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবদুর রশিদ বলেন, মতিউর রহমান বিএনপির প্রার্থী হিসেবে নির্বাচিত হলেও পরে তিনি আওয়ামী লীগে যোগ দিয়েছেন। মতিউর রহমান বলেন, তিনি বিএনপি থেকে নির্বাচিত হলেও পরে আওয়ামী লীগে যোগ দিয়েছেন। এ জন্য এবার আওয়ামী লীগ থেকে নির্বাচন করার জন্য মনোনয়নপত্র জমা দিয়েছেন।
কাচারী কোয়ালীপাড়া ইউপির চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সদস্য আয়েন উদ্দিন বলেন, মোজাম্মেল হক কখনো আওয়ামী লীগ করেননি। তিনি গত নির্বাচনে জাপা থেকে নির্বাচন করেছেন। দলেও কোনো দিন যোগ দেননি। হঠাৎ উপজেলা কমিটিতে পদ পেয়ে আওয়ামী লীগ বনে যান। স্থানীয় নেতা-কর্মীরা তাঁর নাম দলীয় প্রার্থীর তালিকায় থাকায় ক্ষুব্ধ হয়েছেন।
মোজাম্মেল হকের ভাষ্য, তিনি আওয়ামী লীগে যোগ দিয়েই পদ পেয়েছেন। গত ইউপি নির্বাচনের পরেই আওয়ামী লীগে যোগ দেন তিনি।