বাগেরহাটে এক দিনে সর্বোচ্চ করোনা শনাক্তের রেকর্ড

করোনাভাইরাস
প্রতীকী ছবি

বাগেরহাটে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ১৯৬ জনের করোনা শনাক্ত হয়েছে, যা এক দিনে জেলায় সর্বোচ্চ শনাক্তের রেকর্ড। গতকাল রোববার সকাল থেকে আজ সোমবার সকাল পর্যন্ত জেলায় মোট ৭৩৫টি নমুনা পরীক্ষা করে এ ফল পাওয়া যায়।

এর আগে গত ২৭ জুন এক দিনে জেলায় ১৭৭ জনের করোনা শনাক্ত হয়েছিল। সেদিন পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ছিল ৪২ দশমিক ৯৬ শতাংশ। তবে গেল ২৪ ঘণ্টায় শনাক্তের হার ২৬ দশমিক ৬৬ শতাংশ। এর মধ্য দিয়ে গত ২৭ মের পর থেকে প্রথমবার জেলায় শনাক্তের হার ৩০ শতাংশের নিচে নামল।

গত ২৪ ঘণ্টায় জেলায় করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ২ জন। এ নিয়ে জেলায় করোনায় মৃতের সংখ্যা ১০২। তবে কেবল গেল দেড় মাসেই জেলায় করোনার উপসর্গ নিয়ে মারা গেছেন অর্ধশতাধিক।

জেলা সিভিল সার্জন কার্যালয়ের তথ্য অনুযায়ী, বাগেরহাটে এখন পর্যন্ত করোনায় আক্রান্তের সংখ্যা ৪ হাজার ৭৬১। এর মধ্যে সুস্থ হয়েছেন ৩ হাজার ২৫১ জন। আর বিভিন্ন হাসপাতাল ও বাড়িতে থেকে চিকিৎসা নিচ্ছেন ১ হাজার ৫১০ জন।

সিভিল সার্জন কে এম হুমায়ুন কবির বলেন, গত ২৪ ঘণ্টায় জেলায় ৭৩৫ জনের নমুনা পরীক্ষায় ১৯৬ জনের করোনা শনাক্ত হয়েছে। আক্রান্তের মধ্যে বাগেরহাট সদর উপজেলায় ১৩৩, ফকিরহাটে ২১, মোরেলগঞ্জে ৩, মোংলায় ১৪, কচুয়ায় ১৫, রামপালে ৪, চিতলমারীতে ১ ও শরণখোলায় ৫ জন রয়েছেন। বর্তমানে জেলা কোভিড ডেডিকেটেড হাসপাতালে ৫৭ জন ভর্তি আছেন।

শনাক্ত বাড়লেও সংক্রমণের হার কমেছে উল্লেখ করে সিভিল সার্জন আরও বলেন, পরিস্থিতি বিবেচনায় তিনি আশা করছেন, সংক্রমণের এই হার খুব দ্রুতই কমে আসবে। এ জন্য সাধারণ মানুষকে মাস্ক পরিধান ও স্বাস্থ্যবিধি মেনে চলার অনুরোধ জানান তিনি।