বাগেরহাটে নবজাতকের ক্ষতবিক্ষত লাশ উদ্ধার

নবজাতক
প্রতীকী ছবি

বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলায় ক্ষতবিক্ষত এক নবজাতকের লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ রোববার বেলা ১১টার দিকে উপজেলার হোগলাপাশা ইউনিয়নের উত্তরচর এলাকার একটি মাঠ থেকে লাশটি উদ্ধার করা হয়। নবজাতকের পরিচয় জানা যায়নি।

পুলিশ জানিয়েছে, নবজাতকটির মুখমণ্ডল, পেটসহ শরীরের বেশ কিছু জায়গা ক্ষতবিক্ষত ছিল। মুখের আকৃতিও চেনা যায় না। সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য লাশ বাগেরহাট সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

মোরেলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহজাহান আহমেদ প্রথম আলোকে বলেন, স্থানীয় ব্যক্তিদের মাধ্যমে খবর পেয়ে মরদেহ উদ্ধার করেছেন তাঁরা। নবজাতকের শরীরে কোনো কাপড় ছিল না। মরদেহ শিয়াল–কুকুরে কিছুটা ক্ষতবিক্ষত করে ফেলেছে। মুখমণ্ডলে ক্ষত থাকায় চেহারা বোঝা যাচ্ছে না।

ওসি শাহজাহান আহমেদ আরও বলেন, এ ঘটনায় মোরেলগঞ্জ থানায় একটি অপমৃত্যুর মামলা করা হয়েছে। মৃত্যুর কারণ জানতে লাশ ময়নাতদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। নবজাতকের পরিচয় ও মৃত্যুর রহস্য উদ্‌ঘাটন করতে পুলিশ কাজ শুরু করেছে।