বাঘারপাড়ায় ছয়টি বোমাসদৃশ বস্তু উদ্ধার

যশোরের বাঘারপাড়া উপজেলায় উদ্ধার হওয়া বোমাসদৃশ বস্তু
ছবি: সংগৃহীত

যশোরের বাঘারপাড়া উপজেলার দরগাহপুর গ্রাম থেকে পরিত্যক্ত অবস্থায় ছয়টি বোমাসদৃশ বস্তু উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার দুপুরে এগুলো উদ্ধার করা হয়। এতে স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

পুলিশ ও স্থানীয় বাসিন্দা সূত্রে জানা গেছে, সকালে গ্রামের মসজিদের পেছনে বাগান পরিষ্কার করতে গিয়ে বোমাসদৃশ বস্তু দেখেন এক ব্যক্তি। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাল টেপ দিয়ে মোড়ানো ছয়টি বোমাসদৃশ বস্তু উদ্ধার করে।

এ বিষয়ে জানতে চাইলে বাঘারপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ উদ্দীন বলেন, পরিত্যক্ত অবস্থায় লাল ও কালো টেপে মোড়ানো ছয়টি বোমাসদৃশ বস্তু উদ্ধার করা হয়েছে। বোমার উৎস খুঁজে বের করতে কাজ করছে পুলিশ। পানিতে রেখে প্রাথমিকভাবে এগুলো নিষ্ক্রিয় করা হয়েছে।

ওসি ফিরোজ উদ্দীন আরও বলেন, ওই এলাকায় কোনো ধরনের অস্থিতিশীল পরিবেশ যাতে তৈরি না হয়, সে জন্য পুলিশের তৎপরতা বাড়ানো হয়েছে।