বাঙ্গালী নদীতে নিখোঁজের ২৪ ঘণ্টা পর শিশুর লাশ উদ্ধার

শিশু রিফাত (৯)
ছবি: সংগৃহীত

বগুড়ার শেরপুর উপজেলার সুঘাট ইউনিয়নের বিনোদপুর গ্রামের শিশু রিফাত (৯) বাঙ্গালী নদীতে গোসল করতে গিয়ে গতকাল বৃহস্পতিবার নিখোঁজ হয়। অনেক খোঁজাখুঁজির পর আজ শুক্রবার দুপুর ১২টায় নদী থেকে তার লাশ উদ্ধার করেছে ডুবুরি দল।

রিফাত বগুড়া শহরের নিশিন্দারা মহল্লার রকি ফকিরের ছেলে। তার নানাবাড়ি শেরপুরের সুঘাট ইউনিয়নের বিনোদপুর গ্রামে। একই গ্রামে তার খালু আবদুল ওয়াদুদের বাড়ি। তাঁর বাড়িতে থেকে রিফাত বিনোদপুর গ্রামের কাশিমুল উলুম হাফিজিয়া মাদ্রাসায় লেখাপড়া করে।

স্থানীয় তিন বাসিন্দা বলেন, গতকাল দুপুর ১২টায় শিশু রিফাত বাড়ির পাশে বাঙ্গালী নদীতে গোসল করতে যায়। দুপুর গড়িয়ে বিকেল হলেও রিফাত বাড়িতে ফিরে আসেনি। পরে নদীর তীরে গিয়ে সেখানে রিফাতের স্যান্ডেল পাওয়া যায়। স্থানীয় লোকজন রিফাতকে উদ্ধারে নদীতে গতকাল সন্ধ্যা পর্যন্ত খোঁজাখুঁজি করে। এরপরও কেউ তার সন্ধান পাননি।

সুঘাট ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. মনিরুজ্জামান জিন্নাহ প্রথম আলোকে বলেন, রিফাতকে উদ্ধারে আজ বেলা ১১টায় রাজশাহী থেকে আসা ডুবুরি দল বাঙ্গালী নদীতে নামানো হয়। খোঁজাখুঁজির একপর্যায়ে দুপুর ১২টার দিকে রিফাতের লাশ পানির নিচ থেকে তুলে আনেন ডুবুরিরা।

শেরপুর থানার উপপরিদর্শক (এসআই) তন্ময় বর্মণ বলেন, শিশু রিফাতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।