‘বাতিঘর আদর্শ পাঠাগারে’ পিবিআই প্রধানের সহায়তা

টাঙ্গাইলে পুলিশ কর্মকর্তার প্রতিষ্ঠিত ‘বাতিঘর আদর্শ পাঠাগারে’–এর উন্নয়নে আর্থিক সহায়তা দিয়েছেন পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) প্রধান উপমহাপুলিশ পরিদর্শক (ডিআইজি) বনজ কুমার মজুমদার।

টাঙ্গাইল সদর উপজেলার মগড়া ইউনিয়নের চৌরাকররা গ্রামে ২০১০ সালে এই পাঠাগার গড়ে তোলেন তৎকালীন বিশ্ববিদ্যালয়ের ছাত্র কামরুজ্জামান (সোহাগ)। পরে তিনি পুলিশ বাহিনীতে উপপরিদর্শক পদে চাকরি পান। ১৫ জুলাই প্রথম আলোয় এই পাঠাগার নিয়ে ‘এক বাতিঘর আলো ছড়াচ্ছে ঘরে ঘরে’ শীর্ষক প্রতিবেদন প্রকাশিত হয়।

কামরুজ্জামান জানান, পিবিআই সদর দপ্তরে বনজ কুমার মজুমদার সোমবার তাঁর (কামরুজ্জামান) কাছে পাঠাগারের কার্যক্রম সম্পর্কে বিস্তারিত খোঁজখবর নেন। এ সময় তিনি এ উদ্যোগের প্রশংসা করেন। এ ধরনের কর্মকাণ্ড সমাজে শিক্ষার আলো ছড়াতে ভূমিকা রাখবে বলে তিনি মত দেন। এ সময় তিনি পাঠাগারের উন্নয়নে ২৫ হাজার টাকা নগদ সহায়তা দেন।

‘এসো বই পড়ি, নিজেকে আলোকিত করি’ স্লোগান সামনে রেখে প্রতিষ্ঠিত বাতিঘর আদর্শ পাঠাগারটি গ্রামের মানুষের মধ্যে পাঠাভ্যাস তৈরির পাশাপাশি জ্ঞানভিত্তিক সমাজ তৈরিতে ভূমিকা রাখছে।