বানিয়াচংয়ে বজ্রপাতে প্রাণ গেল দুজনের
হবিগঞ্জের বানিয়াচং উপজেলায় পৃথক জায়গায় বজ্রপাতে এক কিশোর ও এক তরুণ নিহত হয়েছেন। আজ মঙ্গলবার বিকেলে উপজেলার পশ্চিম দুর্গাপুর ও দত্তপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত ব্যক্তিরা হলেন দত্তপাড়া গ্রামের আরকান মিয়ার ছেলে রামিম মিয়া (১৬) ও পৈলারকান্দি ইউনিয়নের পশ্চিম দুর্গাপুর গ্রামের আমির হোসেন তালুকদারের ছেলে উসমান তালুকদার (২৬)।
প্রত্যক্ষদর্শী ও এলাকার বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে, আজ বিকেলে রামিম মিয়া বাড়ির পাশে কাজ করছিল। ওই সময় আকস্মিক বজ্রপাতে সে পাশের একটি পুকুরে লাফ দেয়। পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান স্বজনেরা। সেখান থেকে তাকে হবিগঞ্জের আধুনিক সদর হাসপাতালে পাঠানো হয়। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। একই সময় পৈলারকান্দি ইউনিয়নে বাড়ির পাশের হাওরে গরু চরানোর সময় পশ্চিম দুর্গাপুর গ্রামের উসমান তালুকদার বজ্রপাতে ঘটনাস্থলেই মারা যান।
বানিয়াচং উপজেলা নির্বাহী কর্মকর্তা পদ্মাসন সিংহ বলেন, বজ্রপাতে দুজন নিহতের খবর পেয়েছেন তাঁরা। সরকারি সহায়তা থেকে নিহত ব্যক্তিদের পরিবারকে ২০ হাজার করে টাকা দেওয়া হয়েছে।