বাবার ইজিবাইকের চাপায় মারা গেল এক বছরের শিশু

গাজীপুর জেলার মানচিত্র

গাজীপুরের শ্রীপুরে বাবার ইজিবাইকের চাপায় এক বছর বয়সী একটি শিশুর মৃত্যু হয়েছে। বুধবার বেলা তিনটার দিকে উপজেলার বরমী ইউনিয়নের কাশিঝুলি গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহত শিশুর নাম এনায়েত উল্লাহ। সে ওই গ্রামের ইজিবাইকচালক নাসির উদ্দিনের ছেলে। দুর্ঘটনার পর গুরুতর আহত অবস্থায় স্থানীয় লোকজনের সহায়তায় তাকে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়।

নাসির উদ্দিন ইজিবাইক নিয়ে দুপুরের খাবার খেতে বাড়িতে আসেন। এই ফাঁকে তাঁর শিশুসন্তান ইজিবাইকটির চাকার কাছে খেলাধুলা করছিল।

শ্রীপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা প্রণয় ভুষণ দাস জানান, হাসপাতালে আনার আগেই শিশুটির মৃত্যু হয়।

স্থানীয় লোকজন জানান, নাসির উদ্দিন ইজিবাইক নিয়ে দুপুরের খাবার খেতে বাড়িতে আসেন। এই ফাঁকে শিশুটি বাড়ি থেকে বের হয়ে পাশে দাঁড় করিয়ে রাখা ইজিবাইকের চাকার কাছে খেলাধুলা করছিল। খাওয়া শেষে বাড়ি থেকে বের হয়ে ইজিবাইক চালু করেন বাবা। ইজিবাইকটি চলতে শুরু করার পরই চাকার নিচে পিষ্ট হয় নিচে খেলতে থাকা তাঁর শিশুসন্তান। পরে গুরুতর আহত অবস্থায় তাকে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পথেই সে মারা যায়।