বাবার পর একমাত্র ছেলেও বাঘের কবলে পড়ে নিখোঁজ
১৪ বছর আগে সুন্দরবনে মধু সংগ্রহ করতে গিয়ে বাঘের আক্রমণে প্রাণ হারান বাবা আবদুর রাজ্জাক। বাবার পরে এখন একমাত্র ছেলে কাওছার গাইন (২৮) বাঘের আক্রমণে সুন্দরবনে নিখোঁজ হয়েছেন। গতকাল শনিবার সকালে সুন্দরবনের খেজুরদানা (নোটাবেকী) এলাকায় মধু সংগ্রহের সময় তিনি বাঘের কবলে পড়েন। আজ রোববার দুপুর পর্যন্ত বনকর্মীদের সঙ্গে নিয়ে তাঁর সহযোগী মৌয়ালরা ঘটনাস্থলসহ আশপাশের এলাকায় তল্লাশি চালিয়েও তাঁকে জীবিত বা মৃত উদ্ধার করতে পারেননি।
কাওছার গাইন শ্যামনগর উপজেলার সুন্দরবন–সংলগ্ন গাবুরা ইউনিয়নের খলিশাবুনিয়া গ্রামের বাসিন্দা। দুই সন্তানের জনক কাওছারের এক সন্তান সম্প্রতি পানিতে ডুবে মারা গেছে।
কাওছার গাইনের সহযোগী আলম হোসেন ও আবদুল মাজেদ জানান, তাঁরা গত ২২ মার্চ সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের বুড়িগোয়ালিনী স্টেশন থেকে পাস (অনুমতি) নিয়ে মধু সংগ্রহের জন্য সুন্দরবনে যান। এরপর কয়েকবার তাঁরা বাড়িতে যাতায়াত করেন। সর্বশেষ গত শুক্রবার থেকে এ বছরের শেষ চালানের অংশ হিসেবে তাঁরা নোটাবেকী খেজুরদানা অংশে মধু কাটার কাজ শুরু করেন।
আলম হোসেন ও আবদুল মাজেদ বলেন, গতকাল সকালে ছয় সহযোগীর সঙ্গে মিলে মধুর চাক খোঁজার সময় বনের একটি ঝোপ থেকে একটি বাঘ লাফিয়ে কাওছারকে আক্রমণ করে। ঘটনার আকস্মিকতায় সহযোগীরা মুহূর্তের জন্য আতঙ্কিত হয়ে দূরে গিয়ে প্রস্তুতি নিয়ে ঘটনাস্থলে গিয়ে দেখেন, বাঘটি কাওছারকে নিয়ে বনের গভীরে চলে গেছে। আজ বিকেল সাড়ে চারটা পর্যন্ত বনকর্মীদের নিয়ে আশপাশের এলাকায় ব্যাপক খোঁজাখুঁজি করেও মৃত কিংবা জীবিত উদ্ধার করা যায়নি।
স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য ইমাম হাসান প্রথম আলোকে বলেন, কাওছার গাইন একই গ্রামের মোশারফ, আলম, সাইফুল মোড়ল, আবদুল মাজেদের সঙ্গে মিলে বনে যান। বাঘের আক্রমণের খবরে কাওছারের পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। ১৪ বছর আগে একইভাবে সুন্দরবনে মধু কাটতে গিয়ে কাওছারের বাবা আবদুর রাজ্জাক বাঘের আক্রমণে নিহত হন।
গাবুরা ইউপির চেয়ারম্যান মাসুদুল আলম বলেন, গতকাল রাতে তাঁরা কাওছারের বাঘে আক্রমণ করার বিষয়টি জানতে পারেন। বন বিভাগের সঙ্গে যোগাযোগ করা হলে আজ সকাল থেকে তাঁরাও উদ্ধার অভিযানে অংশ নেন। তিনি বলেন, বৃদ্ধ মাসহ পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি ছিলেন কাওছার। সুন্দরবন থেকে ফিরে সন্তানসম্ভবা স্ত্রীকে নিয়ে চিকিৎসকের কাছে যাওয়ার কথা ছিল তাঁর।
পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের সহকারী বন সংরক্ষক এম এ হাসান প্রথম আলোকে জানান, কাওছার নামের এক মৌয়াল সুন্দরবনের ভারতীয় সীমান্ত এলাকায় মধু সংগ্রহের সময় বাঘের আক্রমণের শিকার হয়েছেন। আজ সকালে বিষয়টি তাঁরা জানার পরপরই ওই মৌয়ালের সহযোগীদের নিয়ে ঘটনাস্থলে খোঁজাখুঁজি করেন। কিন্তু বিকেল সাড়ে চারটা পর্যন্ত তাঁকে মৃত কিংবা জীবিত উদ্ধার করা যায়নি।