বাবার সঙ্গে সাঁতার শিখতে গিয়ে নদে ডুবে এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু

বর্ষণ দাস।
ছবি: সংগৃহীত

নরসিংদীর মনোহরদী উপজেলায় ঈদের ছুটিতে বাবার সঙ্গে সাঁতার শিখতে গিয়ে ব্রহ্মপুত্র নদে ডুবে এক এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু হয়েছে। আজ শনিবার বেলা সাড়ে তিনটার দিকে শহরের পৌর শ্মশানঘাট–সংলগ্ন ব্রহ্মপুত্র নদ থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়।

ওই এসএসসি পরীক্ষার্থীর নাম বর্ষণ দাস (১৬)। সে মনোহরদী সরকারি কলেজের ভূগোল বিষয়ের প্রভাষক বলাই চাঁদ দাসের ছেলে। বর্ষণ ঢাকার রেসিডেনসিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজ থেকে এবার এসএসসি পরীক্ষার্থী ছিল।

পুলিশ ও স্থানীয় কয়েকজন বাসিন্দা সূত্রে জানা গেছে, বর্ষণ ঈদের ছুটিতে বাড়িতে এসে বাবার সঙ্গে ব্রহ্মপুত্র নদে সাঁতার শিখতে চেয়েছিল। গত কয়েক দিনের মতো আজ দুপুরেও সে বাবার সঙ্গে নদে সাঁতার শিখতে যায়। এ সময় তার দুই বন্ধুও নদে গোসল করতে নামে। বর্ষণের বাবা কিছুক্ষণ সাঁতার শেখানোর পর তাকে চলে আসতে বললে সে একটু পরে আসবে বলে জানায়। তাকে রেখেই বাবা বাড়িতে চলে যান।

পরে বর্ষণ বন্ধুদের সঙ্গে নদে সাঁতার কাটছিল। একসময় স্রোতে সে তলিয়ে যায়। বন্ধুদের ডাক–চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এসে নদে নেমে তাঁর খোঁজ করেন। না পেয়ে মনোহরদী ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়। স্থানীয় ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে এসে তাকে খুঁজে না পেয়ে টঙ্গী ফায়ার সার্ভিসের ডুবুরি দলকে খবর দেন।

এলাকাবাসী নৌকা ও জাল দিয়েও নদে খোঁজাখুঁজি শুরু করেন। দীর্ঘ আড়াই ঘণ্টা পর ডুবুরি দল আসার আগেই নদ থেকে বর্ষণকে উদ্ধার করেন এলাকাবাসী। পরে তাকে মনোহরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মনোহরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদ উদ্দিন বলেন, সাঁতার শিখতে গিয়ে বর্ষণ ডুবে মারা গেছে। পরিবারের কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই লাশ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে।