বাসাইলে শতাধিক যাত্রী নিয়ে ডুবল নৌকা

নৌকাডুবি
প্রতীকী ছবি

টাঙ্গাইলের বাসাইল উপজেলার ঝিনাই নদে শতাধিক যাত্রী নিয়ে একটি ইঞ্জিনচালিত নৌকা ডুবে গেছে। তবে এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। আজ রোববার দুপুর ১২টার দিকে উপজেলার নথখোলা সেতুর নিচে এ ঘটনা ঘটে।

স্থানীয় বাসিন্দা ও প্রত্যক্ষদর্শী কয়েকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, মহাসড়কে যানজটের আশঙ্কায় গাজীপুর থেকে নৌপথে পোশাকশ্রমিকসহ শতাধিক যাত্রী নিয়ে সিরাজগঞ্জের উদ্দেশে রওনা হয় চারটি ইঞ্জিনচালিত নৌকা। এর মধ্যে তিনটি নৌকা উপজেলার ঝিনাই নদের নথখোলা সেতু অতিক্রম করলেও পেছনে থাকা একটি নৌকা সেতুর নিচ দিয়ে যাওয়ার সময় পানির নিচে থাকা পরিত্যক্ত পিলারের সঙ্গে ধাক্কা লেগে ছিদ্র হয়ে যায়। এ সময় নৌকাটিতে পানি ওঠা শুরু করলে যাত্রীরা দ্রুত নৌকা থেকে লাফিয়ে সাঁতরে পাড়ে ওঠার চেষ্টা করেন। পরে স্থানীয় বাসিন্দারা এগিয়ে এসে শিশুসহ যাত্রীদের উদ্ধার করেন।

ওই নৌকায় থাকা মনিরুজ্জামান নামের এক যাত্রী বলেন, তাঁরা গাজীপুর থেকে ইঞ্জিনচালিত নৌকা ভাড়া করে সিরাজগঞ্জে যাচ্ছিলেন। নৌকাটি সেতুর নিচ দিয়ে যাওয়ার সময় পানির নিচে থাকা একটি পিলারের সঙ্গে ধাক্কা লেগে নৌকার তলা ফেটে যায়। এ সময় তাড়াহুড়ো করে নৌকা থেকে নামার চেষ্টা করলে নৌকাটি ডুবে যায়। পরে সবাই সাঁতরে পাড়ে উঠে আসেন। তিনি জানান, নৌকায় অনেকের মালামাল ছিল। তাঁদের ঈদের আনন্দ নদীতে ভেসে গেছে।

বাসাইল ফায়ার সার্ভিসের ফায়ার ফাইটার রিপন মিয়া বলেন, দুর্ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। নৌকাটিতে শতাধিক যাত্রী ছিলেন। তাঁদের বেশির ভাগই পোশাকশ্রমিক। নদীতে ডুবে কেউ নিখোঁজ আছেন কি না জানতে চাইলে তিনি বলেন, বিষয়টি তাঁর জানা নেই। তখন কেউ নিখোঁজ হওয়ার দাবি করেননি।

বাসাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তাফিজুর রহমান বলেন, ইঞ্জিনচালিত নৌকাটি শতাধিক যাত্রী নিয়ে সিরাজগঞ্জে যাচ্ছিল। নৌকাটি নথখোলা সেতু অতিক্রম করার সময় ডুবে যায়। সবাই দ্রুত সাঁতরে পাড়ে ওঠেন।