বাসের ধাক্কায় পদ্মা সেতুর টোল প্লাজা ক্ষতিগ্রস্ত
পদ্মা সেতুর মাওয়া প্রান্তের উত্তর টোল প্লাজার ২ নম্বর বুথ একটি যাত্রীবাহী বাসের ধাক্কায় ক্ষতিগ্রস্ত হয়েছে। আজ শনিবার সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে। এতে ওই বুথে টোল আদায় সাময়িক বন্ধ রয়েছে।
এ ব্যাপারে পদ্মা সেতুর উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন বলেন, শরীয়তপুর পরিবহনের একটি বাসের ধাক্কায় টোল প্লাজার দুই নম্বর বুথ দুমড়েমুচড়ে দক্ষিণ দিকে হেলে গেছে। ওই বুথ দিয়ে টোল আদায় বন্ধ রয়েছে।
এ বিষয়ে পদ্মা সেতুর উত্তর থানার ওসি আলমগীর হোসেন আরও বলেন, এখন অন্য বুথ দিয়ে যানবাহনের টোল আদায় করা হচ্ছে। বাসটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় সেতুর টোল আদায় কর্তৃপক্ষের অভিযোগের পরিপ্রেক্ষিতে যথাযথ আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।