রাজবাড়ী জেলার মানচিত্র

রাজবাড়ীর গোয়ালন্দে  স্কুলভ্যানকে পেছন থেকে ধাক্কা দিয়েছে যাত্রীবাহী একটি বাস। এতে স্কুলভ্যানটি উল্টে গেলেও ভ্যানে থাকা ১১ শিক্ষার্থী অল্পের জন্য প্রাণে বেঁচে গেছে। সোমবার বেলা দেড়টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের দৌলতদিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) সামনে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, গোয়ালন্দ বাজার বাসস্ট্যান্ডে অবস্থিত সানসাইন কলেজিয়েট স্কুল থেকে ১১ জন শিক্ষার্থীকে নিয়ে ভ্যানটি দৌলতদিয়া ঘাটের দিকে যাচ্ছিল। এ সময় প্রমতি নামের দ্রুতগতিতে একটি লোকাল বাস (নম্বর ঢাকা মেট্রো-ব-০২-০৩২৯) পেছন থেকে এসে স্কুলভ্যানটিকে ধাক্কা দেয়। এতে ভ্যানটি উল্টে যায় এবং ভ্যানে থাকা ১১ শিক্ষার্থীর কয়েকজন আহত হয়। এ সময় তারা চরমভাবে আতঙ্কিত হয়ে পড়ে। বাসের ধাক্কায় ভ্যানটির পেছনের অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে।

স্কুলের ভ্যানে থাকা ছাত্র মো. নাফিজুর রহমান বলে, ‘বাসটি আমাদের ভ্যানটিকে অতিক্রম করতে গেলে সামনে হঠাৎ করে একটি মাইক্রোবাস এসে পড়ে। এ সময় কোনো কিছু বুঝে ওঠার আগেই বাসটি আমাদের ভ্যানটিকে সজোরে ধাক্কা দেয়। এতে ভ্যানটি উল্টে গেলে আমাদের কয়েকজনের হাত-পা কেটে ও ছিলে যায়।’

সাইসাইন কলেজিয়েট স্কুলের প্রধান শিক্ষক মো. নুরতাজ আলম রবিন বলেন, ‘আল্লাহর রহমতে অল্পের জন্য আমার ১১ জন ছাত্রছাত্রী প্রাণে বেঁচে গেছে। ঢাকা-খুলনা মহাসড়কে বড় গাড়িগুলো বেপরোয়াভাবে চলাচল করার কারণে মাঝেমধ্যেই এ ধরনের দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনা এড়াতে ভবিষ্যতে স্কুলভ্যানের পরিবর্তে চার চাকার লেগুনার ব্যবস্থা করা হবে।’

গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্বপন কুমার মজুমদার বলেন, ‘ঘটনাটি দুঃখজনক। আমাকে স্কুল কর্তৃপক্ষ জানালে বাসটি জব্দ করতে পারতাম। এরপরও খোঁজ নিয়ে দেখছি।’