বাসের ধাক্কায় পুলিশ ভ্যানের ১৩ পুলিশ আহত

দুর্ঘটনার
প্রতীকী ছবি

চট্টগ্রাম নগরের সাগরিকা মোড় এলাকায় একটি বাস পুলিশ ভ্যানকে ধাক্কা দিয়েছে। এতে পুলিশ ভ্যানে থাকা শিল্প পুলিশের ১৩ সদস্য আহত হন।

আজ শনিবার সকালে এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় আহত পুলিশ সদস্যরা হলেন—শামীম হোসেন (২২), রিমি (২২), জসিম (২৩), মানিক (২৪), সজীব (২১), সালাউদ্দিন (২২), সৈকত (২২), মাহাবুল (২৬), জসিম (২৩), জান্নাত (২২), রুম্পা (২১), উইনপ্রু (২২) ও মাসুদ (২৩)।

আহত পুলিশ সদস্যদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাসটি জব্দ করা হলেও চালক পলাতক বলে পুলিশ জানিয়েছে।

শিল্প পুলিশের চট্টগ্রাম অঞ্চলের সহকারী পুলিশ সুপার (গোয়েন্দা ও গণমাধ্যম) মো. সেলিম নেওয়াজ প্রথম আলোকে বলেন, সকালে নগরের উত্তর কাট্টলীতে শিল্প পুলিশের প্যারেড মাঠে প্যারেড ছিল। প্যারেড শেষে ফেরার পথে সাগরিকা মোড়ে একটি বাস পুলিশ ভ্যানকে ধাক্কা দেয়। এতে ১৩ জন আহত হন।

আহত পুলিশ সদস্যদের কয়েকজন মাথা, কোমর ও হাত-পায়ে ব্যথা পেয়েছেন। তবে সবার অবস্থা এখন পর্যন্ত ভালো বলে জানিয়েছেন চিকিৎসক।