বাসের ধাক্কায় প্রাণ গেল সওজের অবসরপ্রাপ্ত কর্মচারীর

যশোর সদর উপজেলায় বাসের ধাক্কায় এক ব্যক্তি নিহত হয়েছেন। আজ বুধবার সকালে উপজেলার রাজারহাট এলাকায় যশোর-খুলনা মহাসড়কে এ ঘটনা ঘটে।
নিহত ওয়াকিল উদ্দিন সরদার (৭৫) উপজেলার পান্তাপাড়া গ্রামের আশরাফ আলী সরদারের ছেলে। তিনি সড়ক ও জনপথ (সওজ) বিভাগের অবসরপ্রাপ্ত কর্মচারী ছিলেন।

ওয়াকিল উদ্দিন সরদারের জামাতা হজরত আলী বলেন, আজ সকালে তাঁর শ্বশুর বাজার করার জন্য বাড়ি থেকে রাজারহাট বাজারে যাচ্ছিলেন। সকাল সাড়ে আটটার দিকে তিনি রাজারহাট চামড়া বাজারের সামনে যশোর-খুলনা মহাসড়ক পার হচ্ছিলেন। এ সময় সাতক্ষীরা থেকে ছেড়ে আসা যশোরগামী একটি যাত্রীবাহী বাস তাঁকে ধাক্কা দেয়। এতে তিনি মহাসড়কের ওপর পড়ে গুরুতর আহত হন। স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে যান। সকাল সোয়া ১০টার দিকে হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসক আবদুর রশিদ বলেন, হাসপাতালে আনার আগেই ওয়াকিল উদ্দিন সরদার মারা গেছেন। দুর্ঘটনায় মাথায় আঘাত পাওয়ার কারণে তাঁর নাক, মুখ ও কান দিয়ে রক্তক্ষরণ হয়েছে। অতিরিক্ত রক্তক্ষরণে তাঁর মৃত্যু হয়েছে।

নওয়াপাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সিদ্দিকুর রহমান বলেন, বাসের ধাক্কায় ওয়াকিল উদ্দিন সরদার মারা গেছেন। চালক বাসটি নিয়ে পালিয়ে গেছেন। তাঁকে আটক করার চেষ্টা চলছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।