বাসের লকারে ভরে ৪৬ ছাগল পরিবহনের ঘটনায় আটক ২
দূরপাল্লার বাসের লকারে ভরে ৪৬টি ছাগল পরিবহনের ঘটনায় জড়িত ব্যক্তিদের খোঁজ মিলেছে। দিনাজপুর থেকে ছেড়ে যাওয়া সিলেটগামী দূরপাল্লার নওশিন পরিবহনের ওই বাস বুধবার মধ্যরাতে বগুড়ার শিবগঞ্জ উপজেলার পাকুরতলা বাসস্ট্যান্ডে থামে। সে সময় লকারে ৪৬টি ছাগল গাদাগাদি করে তুলে দিয়েছিলেন দুই ব্যাপারী মোয়াজ্জেম হোসেন ও জিন্নাহ মিয়া।
জিন্নাহ মিয়ার (৪০) বাড়ি শিবগঞ্জ উপজেলার রহবল গ্রামে। মোয়াজ্জেম হোসেনের (৪১) বাড়ি একই উপজেলার লক্ষ্মীকোলা গ্রামে।
পুলিশ সদর দপ্তরের নির্দেশে শনিবার সন্ধ্যায় দাড়িদহ পশুর হাট থেকে মোয়াজ্জেম এবং জেলার গাবতলী উপজেলার পীরগাছা এলাকার একটি পশুর হাট থেকে জিন্নাহকে আটক করে শিবগঞ্জ থানার পুলিশ।
শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম প্রথম আলোকে বলেন, শুক্রবার প্রথম আলোতে প্রকাশিত ‘১৪ ঘণ্টা বাসের লকারে বন্দী ৪৬ ছাগল’ শিরোনামে সচিত্র প্রতিবেদন ছাপা হলে পুলিশ সদর দপ্তরের নজরে আসে। পুলিশ সদর দপ্তর এ ঘটনা তদন্ত করে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য প্রথমে দিনাজপুর কোতোয়ালি থানা-পুলিশকে নির্দেশ দেয়।
দিনাজপুর থানা-পুলিশ জানতে পারে বাসটি সেখান থেকে ছাড়লেও শিবগঞ্জ উপজেলা থেকে ৪৬টি ছাগল লকারে ভরা হয়েছিল। পরে পুলিশ সদর দপ্তর শিবগঞ্জ থানা-পুলিশকে এ ঘটনায় জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেয়। এরপর তদন্তে বেরিয়ে আসে বুধবার রাতে দিনাজপুর থেকে ছেড়ে আসা নওশিন পরিবহন নামের বাসটি দিনাজপুর-রংপুর মহাসড়কের শিবগঞ্জ উপজেলার পাকুরতলা বাসস্ট্যান্ডে থামলে দুই ব্যাপারী মোয়াজ্জেম ও জিন্নাহ সিলেটের এক ব্যবসায়ীর কাছে লকারে ভরে ৪৬টি ছাগল পাঠান। ১৪ ঘণ্টার যাত্রায় ছাগলগুলো অসুস্থ হয়ে পড়ে।
ওসি সিরাজুল ইসলাম আরও বলেন, দুই ব্যাপারী ছাড়াও বাসের চালক ও সহকারীসহ জড়িত অন্যদের বিরুদ্ধে প্রাণী কল্যাণ আইন-২০১৯–এর ধারায় মামলার প্রস্তুতি চলছে।
পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস) মো. সোহেল রানা এক বিজ্ঞপ্তিতে জানিয়েছেন, কোনো প্রাণীর প্রতি নিষ্ঠুরতা প্রদর্শন আইনত দণ্ডযোগ্য অপরাধ।
জানতে চাইলে দিনাজপুর থেকে ছেড়ে আসা নওশিন পরিবহনের মালিক নজরুল ইসলাম মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ‘ওই বাসের চালক ছিলেন আবু বক্কর। আর সুপারভাইজার ছিলেন আলমগীর হোসেন। বিকেলে সিলেটের উদ্দেশে দিনাজপুর থেকে বাসটি ছেড়ে যায়। পথে তাঁরা কোথায় মালামাল তুলেছেন, সেটা মালিক হিসেবে আমার জানার কথা নয়। তবে মালামাল পরিবহনের কাজে ব্যবহৃত বাসের লকারে এভাবে ছাগল পরিবহন করা উচিত হয়নি, নির্দয় কাজ হয়েছে।’
জানতে চাইলে দিনাজপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন প্রথম আলোকে বলেন, দূরপাল্লার বাসের লকারে এভাবে পশু নিয়ে যাওয়ার বিষয়টি পুলিশ মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস উইংয়ের নজরে আসে। পরে বিষয়টি তদন্ত করে ব্যবস্থা গ্রহণের জন্য আমাদের নির্দেশনা দেওয়া হয়। তাৎক্ষণিক বিষয়টি তদন্ত করে বেরিয়ে আসে বাসটি দিনাজপুর থেকে ছেড়ে গেলেও ছাগলগুলোকে তোলা হয়েছে বগুড়ার শিবগঞ্জ থানা এলাকা থেকে।