বাস থেকে ছিটকে পড়ে চালকের সহকারী নিহত

সড়ক দুর্ঘটনা
প্রতীকী ছবি

ঢাকা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার ইসলামাবাদ এলাকায় অতিরিক্ত যাত্রীবোঝাই একটি বাস থেকে ছিটকে পড়ে ওই বাসেরই চালকের সহকারী নিহত হয়েছেন। আজ বুধবার বেলা ১১টার দিকে এ ঘটনা ঘটে।  

নিহত ওই ব্যক্তির নাম জামান মিয়া (২৭)। তিনি ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার রামরাইল ভোলাচং গ্রামের আরফুজ মিয়ার ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আজ সকালে দিগন্ত পরিবহনের যাত্রীবাহী একটি বাস হবিগঞ্জের মাধবপুর থেকে ব্রাহ্মণবাড়িয়া জেলা সদরে যাচ্ছিল। বেলা ১১টার দিকে সরাইল উপজেলার ইলামাবাদ ও কুট্টাপাড়া মোড়ের মাঝামাঝি স্থানে পৌঁছালে বাস থেকে ছিটকে পড়ে যান বাসটির চালকের সহকারী জামান মিয়া। এতে ওই বাসের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান তিনি। সঙ্গে সঙ্গে চালক বাস থামিয়ে পালিয়ে যান।

প্রত্যক্ষদর্শী ইসলামাবাদ গ্রামের বাসিন্দা সোলেমান মিয়া (৫০) প্রথম আলোকে বলেন, বাসটিতে অতিরিক্ত যাত্রী ছিল। বাসের প্রবেশপথে যাত্রীদের চাপে লোকটি ছিটকে পড়ে তাঁর বাসের চাকাতেই পিষ্ট হয়েছেন। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু ঘটেছে।

সরাইল খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহজালাল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে প্রথম আলোকে বলেন, বাসটিতে অতিরিক্ত যাত্রী ছিল। যাত্রীদের চাপাচাপিতে বাসের সহকারী ছিটকে পড়ে একই বাসের চাকায় পিষ্ট হয়ে মারা গেছেন। লাশ উদ্ধার করা হয়েছে। বাসটি জব্দ করা হয়েছে। চালক ও তাঁর অপর সহকারী পালিয়েছেন। এ ব্যাপারে থানায় মহাসড়ক আইনে মামলার প্রক্রিয়া চলছে।