রাকিবুলের চাচা আজিজুল মাতব্বর বলেন, সকাল সাড়ে ছয়টার দিকে রাকিবুল গোয়ালঘর থেকে গরু এনে বাড়ির উঠানে বাঁধছিলেন। এ সময় বজ্রপাত হয়। রাকিবুল ঘটনাস্থলেই নিহত হন। মারা যায় গরুটিও।

সোনাপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান খায়রুজ্জামান ওরফে বাবু বলেন, এ ঘটনায় সালথা থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে। পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মৃতদেহটি দাফনের উদ্যোগ নেওয়া হয়েছে।