বাড়ির পাশে আমগাছে ঝুলছিল কিশোরীর মরদেহ
রাজশাহীর পুঠিয়া উপজেলায় হোসনেয়ারা প্রান্তি (১৬) নামের এক কিশোরীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার সকালে উপজেলার গণ্ড গোহালী গ্রাম থেকে তার লাশ উদ্ধার করা হয়। লাশটি বাড়ির পাশে আমগাছের ডালে ঝুলছিল। প্রান্তি ওই গ্রামের হাসানুজ্জামান বাবুর মেয়ে।
স্থানীয় সূত্রে জানা গেছে, গত বছর পরিবারের অসম্মতিতে পালিয়ে গিয়ে পৌর সদর এলাকার কাঁঠালবাড়িয়া গ্রামের আমজাদ হোসেনের ছেলে জিয়ারুল ইসলামকে বিয়ে করে প্রান্তি। বিয়ের পর থেকে উভয় পরিবার তাদের বিয়ে মেনে নেয়নি। তবে প্রান্তি মাঝেমধ্যে তার দাদা নাজিম উদ্দীনের বাড়িতে বেড়াতে আসত। কয়েক দিন আগে সে এখানে বেড়াতে আসে। পরে ওই বাড়ির পাশের একটি আমগাছে তার ঝুলন্ত লাশ দেখা যায়। পুলিশ এসে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজের মর্গে পাঠিয়েছে।
পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহরাওয়ার্দী হোসেন প্রথম আলোকে বলেন, ওই কিশোরী আদৌ আত্মহত্যা করেছে কি না, এ নিয়ে তাঁদের সন্দেহ রয়েছে। এ জন্য তার লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। ওই কিশোরী কেন এ বয়সে আত্মহত্যার মতো পদক্ষেপ নিতে যাবে, সে বিষয়ে তার বাবা, মা, দাদা-দাদি ও ভাইকে থানায় এনে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। এ বিষয়ে পরিবারের পক্ষ থেকে কেউ মামলা করেননি। থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।