বিএনপির আমিরুল ইসলামকে চৌহালীতেও অবাঞ্ছিত ঘোষণা
বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহপ্রচার সম্পাদক আমিরুল ইসলামকে সিরাজগঞ্জের চৌহালী উপজেলাতেও অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে। আজ শুক্রবার সকালে উপজেলা বিএনপির এক সমাবেশ থেকে এ ঘোষণা দেওয়া হয়। এর আগে গতকাল বৃহস্পতিবার তাঁকে অবাঞ্ছিত ঘোষণা করে জেলা বিএনপি।
শুক্রবার সকাল ১০টার দিকে চৌহালীর সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শহিদুর রহমানের বাসভবন চত্বরে ওই সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি ও পাঁচটি অঙ্গসংগঠনের নেতারা উপস্থিত ছিলেন। বক্তব্য দেন চৌহালী উপজেলা বিএনপির আহ্বায়ক ও উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান মাহফুজা খাতুন, সদস্যসচিব জাহিদ মোল্লা প্রমুখ।
বক্তারা বলেন, আমিরুল ইসলামের ইন্ধনে চৌহালী উপজেলা বিএনপির সদ্যঘোষিত আহ্বায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক রিয়াজুল ইসলাম বিএনপির তিন নেতাকে নিয়ে ফেসবুকে মানহানিকর পোস্ট দেন। ওই তিন নেতা হলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ, জেলা বিএনপির সভাপতি ও সাবেক সাংসদ রুমানা মাহমুদ ও বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান। পোস্ট দিয়ে এসব নেতাকে জনসমক্ষে হেয় করা হয়েছে।
গত বুধবার রিয়াজুল ইসলামকে উপজেলা আহ্বায়ক কমিটির পদ থেকে বহিষ্কার করা হয়। আমিরুল ইসলামকেও জেলা বিএনপির সদস্যপদ থেকে অব্যাহতির সুপারিশ বিএনপির কেন্দ্রীয় কমিটির কাছে পাঠানোর সিদ্ধান্ত হয়েছে।
আমিরুল ইসলাম ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সাবেক সাধারণ সম্পাদক। তিনি সিরাজগঞ্জ জেলা বিএনপিরও সদস্য। জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আবু সাইদ ওরফে সুইট বলেন, জেলার পরে চৌহালী উপজেলাতেও আমিরুলকে অবাঞ্ছিত ঘোষণা করা হলো। দল থেকে তাঁকে অব্যাহতি দেওয়ার বিষয়ে সুপারিশ করে কেন্দ্রে পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান তিনি।