বিএনপি আছে বলেই আ.লীগ মিডিয়ায় অস্তিত্ব জানান দেওয়ার সুযোগ পাচ্ছে: আফরোজা আব্বাস

বরিশাল উত্তর জেলা মহিলা দলের কর্মিসভায় বক্তব্য দিচ্ছেন আফরোজা আব্বাস। বুধবার দুপুরে বরিশাল প্রেসক্লাব মিলনায়তনে
ছবি: প্রথম আলো

জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস বলেছেন, তথ্যমন্ত্রী রসিয়ে রসিয়ে বলেন দেশে নাকি বিএনপি নেই। যদি বিএনপি না–ই থাকে, তাহলে দেশে কোনো অঘটন ঘটলেই কেন বলা হয় এটা বিএনপির কাজ। কোনো অঘটন ঘটলে কেন বেছে বেছে বিএনপি নেতা-কর্মীদের মামলার আসামি করা হয়। আওয়ামী লীগ নেতাদের এমন দ্বিমুখী বক্তব্যই প্রমাণ করে, বিএনপি দেশের সর্বত্র আছে, বিএনপির সঙ্গে দেশের মানুষ আছে। আর এ জন্যই বিএনপিকে এত ভয় পান তাঁরা।

আজ বুধবার দুপুর ১২টার দিকে বরিশাল প্রেসক্লাব মিলনায়তনে বরিশাল উত্তর জেলা মহিলা দলের কর্মী সভায় বিশেষ অতিথির বক্তব্যে আফরোজা আব্বাস এসব কথা বলেন। এই কর্মী সভায় প্রধান অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সহসাংগঠনিক সম্পাদক আকন কুদ্দুসুর রহমান। প্রধান বক্তা ছিলেন মহিলা দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সুলতানা আহম্মেদ।

আফরোজা আব্বাস বলেন, মিডিয়ায় রসাত্মক কথা বলে নিজেদের অস্তিত্ব প্রমাণে ব্যস্ত আওয়ামী লীগের মন্ত্রী, এমপি ও নেতারা।

আফরোজা আব্বাস তাঁর বক্তব্যে আরও বলেন, বিএনপি আছে বলেই আওয়ামী লীগ এখন মিডিয়ায় বক্তব্য দিয়ে অস্তিত্ব জানান দেওয়ার সুযোগ পাচ্ছে। জনগণের মধ্যে তাঁদের ভিত্তি নেই। তাই মিডিয়ায় রসাত্মক কথা বলে নিজেদের অস্তিত্ব প্রমাণে ব্যস্ত আওয়ামী লীগের মন্ত্রী, এমপি ও নেতারা।

আফরোজা আব্বাস বলেন, ‘আমাদের আরও একবার যুদ্ধ করতে হবে। আর সেই যুদ্ধ হবে এই সরকারের বিরুদ্ধে।’ এ জন্য দলের সব নেতা-কর্মীকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি।

সভায় আরও বক্তব্য দেন বরিশাল উত্তর জেলা বিএনপির আহ্বায়ক দেওয়ান মোহাম্মদ শহীদুল্লাহ, সদস্যসচিব মিজানুর রহমান, জেলা (উত্তর) মহিলা দলের সাবেক সভাপতি তাসলিমা পারভীন, ফিরোজা বেগম, আলেয়া বেগম প্রমুখ।