বিএনপি-পুলিশ সংঘর্ষে আহত ৬
হবিগঞ্জের চুনারুঘাট উপজেলা বিএনপির সমাবেশ করা নিয়ে পুলিশ ও নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে তিন পুলিশ সদস্যসহ আহত হয়েছেন ছয়জন। রোববার দুপুরে উপজেলার মিরাশি ইউনিয়নে গাতাবলা বাজারে এ ঘটনা ঘটে।
আহত তিন পুলিশ সদস্য হলেন সহকারী উপপরিদর্শক (এএসআই) উত্তম কুমার, আওলাদ হোসেন ও কনস্টেবল আদিল মিয়া। তাঁদের চুনারুঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়। এ সংঘর্ষে আহত বিএনপির তিন নেতা-কর্মীকে পুলিশের ভয়ে বেসরকারি হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। তবে প্রাথমিকভাবে তাঁদের পরিচয় জানা যায়নি।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রোববার দুপুরে মিরাশি ইউনিয়নের গাতাবলা বাজারে ইউনিয়ন বিএনপির সম্মেলনের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন বিএনপি কেন্দ্রীয় কমিটির সমবায়বিষয়ক সম্পাদক ও হবিগঞ্জ জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জি কে গউছ। দলীয় সম্মেলন চলা অবস্থায় চুনারুঘাট থানার একদল পুলিশ ঘটনাস্থলে গিয়ে প্রশাসনের অনুমতি নেই বলে তা বন্ধ করতে বলে। এ নিয়ে বিএনপির নেতা-কর্মীদের মধ্যে পুলিশের বাগ্বিতণ্ডা হয়। একপর্যায়ে বিএনপির নেতা-কমী ও পুলিশ সদস্যদের মধ্যে সংঘর্ষ ও পাল্টাপাল্টি হামলার ঘটনা ঘটে। এতে তিন পুলিশ সদস্যসহ ছয়জন আহত হয়েছেন।
চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আলী আশরাফ প্রথম আলোকে বলেন, বিএনপি প্রশাসনের অনুমোদন না নিয়ে গাতাবলা বাজারে সমাবেশ করে। খবর পেয়ে পুলিশ তাদের সমাবেশ না করার জন্য অনুরোধ করে। কিন্তু তারা পুলিশের ওপর চড়াও হয়। এতে পুলিশের তিন সদস্য আহত হয়েছেন। এ ঘটনায় দুজনকে আটক করা হয়েছে। চলছে মামলার প্রস্তুতি।