বিজ্ঞানের শিক্ষক হৃদয় মণ্ডলের মুক্তির দাবিতে সিলেটে সমাবেশ

বিজ্ঞানের শিক্ষক হৃদয় চন্দ্র মণ্ডলের নিঃশর্ত মুক্তির দা‌বিতে সমাবেশ ও মানববন্ধন কর্মসূচি। বৃহস্প‌তিবার বিকেলে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে
ছবি: প্রথম আলো

মুন্সিগঞ্জের বিনোদপুর রামকুমার উচ্চবিদ্যালয়ের বিজ্ঞানের শিক্ষক হৃদয় চন্দ্র মণ্ডলকে অবিলম্বে নিঃশর্ত মুক্তি এবং তাঁর গ্রেপ্তারে ষড়যন্ত্রের সঙ্গে জড়িতদের গ্রেপ্তারের দাবিতে সমাবেশ ও মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার বেলা ৩টায় সিলেটের প্রগতিশীল সংগঠনসমূহের কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে সমাবেশ অনুষ্ঠিত হয়।

আরও পড়ুন

সমাবেশে বক্তারা বলেন, অসাম্প্রদায়িক চেতনার বাংলাদেশে আজ মুক্তিযুদ্ধের ৫১ বছর পর একজন বিজ্ঞানের শিক্ষককে বিজ্ঞান শিক্ষা দেওয়ার অপরাধে কারাগারে পাঠানো লজ্জাজনক। এটি মুক্তিযুদ্ধের চেতনাবিরোধী। ষড়যন্ত্রের মাধ্যমে একজন বিজ্ঞানের শিক্ষককে বন্দী করে রাখা হয়েছে।

সমাবেশে বক্তারা বলেন, মুক্তিযুদ্ধের ৫১ বছর পর একজন বিজ্ঞানের শিক্ষককে বিজ্ঞান শিক্ষা দেওয়ার অপরাধে কারাগারে পাঠানো লজ্জাজনক।

বক্তারা অবিলম্বে শিক্ষক হৃদয় চন্দ্র মণ্ডলের নিঃশর্ত মুক্তি দাবি করেন। তাঁর গ্রেপ্তারে ষড়যন্ত্রের সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনার দাবি জানান।

সমাবেশে সভাপতিত্ব করেন উদীচী সিলেটের সভাপতি এনায়েত হাসান মানিকে। এটি সঞ্চালনা করেন বিজ্ঞান আন্দোলন মঞ্চের সমন্বয়কারী প্রণব জ্যোতি পাল। সমাবেশে বক্তব্য দেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক হিমাদ্রি শেখর রায়, সিপিবি জেলার সভাপতি সৈয়দ ফরহাদ হোসেন, বাসদ জেলা সমন্বয়ক আবু জাফর, বাংলাদেশ পরিবেশ আন্দোলন সিলেট জেলার সাধারণ সম্পাদক আবদুল করিম চৌধুরী, বাসদ মার্ক্সবাদী জেলা কমিটির সদস্য রেজাউর রহমান রানা, নারী মুক্তি কেন্দ্র জেলা সংগঠক লক্ষ্মী পাল, উষার পরিচালক তমিস্রা তিথি, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট সিলেট মহানগরের সভাপতি সঞ্জয় কান্তি দাস, ছাত্র ইউনিয়নের জেলা আহ্বায়ক মনীষা ওয়াহিদ, ছাত্র কাউন্সিল নগর সভাপতি বিশ্বজিৎ শীল, ছাত্র ইউনিয়নের জেলা কোষাধ্যক্ষ সন্দীপ দাস প্রমুখ।

আরও পড়ুন

সমাবেশে সংহতি জানান বাম গণতান্ত্রিক জোট সিলেট জেলার সমন্বয়ক খায়রুল হাছান, সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ইংরেজি বিভাগের অধ্যাপক প্রণব কান্তি দেব, মঈনউদ্দীন আদর্শ মহিলা কলেজের প্রভাষক মো. মাহবুবুর রউফ, ছাতক সরকারি কলেজের প্রভাষক বি এইচ আবীর, সাম্যবাদী আন্দোলনের জেলার সদস্য মহিতোষ দেব, মহিলা ফোরামের জেলা সভাপতি মাসুমা খানম, উদীচী জেলা সাধারণ সম্পাদক দেবব্রত পাল মিন্টু, চারণ সাংস্কৃতিক কেন্দ্র জেলা সংগঠক নাজিকুল ইসলাম রানা, যুব ইউনিয়ন জেলা সহসম্পাদক কে এ শাকিল, গণজাগরণ মঞ্চের মুখপাত্র দেবাশীষ দেবু, মহিলা ফোরামের জেলা সাধারণ সম্পাদক কবিতা চন্দ্র, প্রগতিশীল রাজনৈতিক কর্মী নিরঞ্জন সরকার, গণজাগরণ মঞ্চের সংগঠক রাজীব রাসেল, যুব ইউনিয়ন নেতা নাবিল এইচ, ছাত্র ফ্রন্ট মহানগর সাধারণ সম্পাদক সাদিয়া নোশিন তাসনিম, শ্রমিক ফ্রন্টের সংগঠক মঞ্জুর আহমেদ প্রমুখ।