পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, আজ সকালে সিলেট থেকে এনা পরিবহনের একটি বাস যাত্রী নিয়ে ঢাকার উদ্দেশে যাচ্ছিল। বাসটি মহাসড়কের বুধন্তী এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা দিগন্ত পরিবহনের যাত্রীবাহী একটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে উভয় বাসের সামনের অংশ দুমড়েমুচড়ে গিয়ে দুই বাসের অন্তত ২০ জন যাত্রী আহত হয়েছেন।
সংঘর্ষের পর এনা পরিবহনের বাসটি মহাসড়কের পাশে হেলে পড়ে। আর দিগন্ত পরিবহনের বাসটি মহাসড়কের ওপর অচল হয়ে পড়ে থাকে। এতে মহাসড়কের উভয় পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। এ ঘটনার পর প্রায় পৌনে এক ঘণ্টা পর হাইওয়ে পুলিশ বাস দুটি উদ্ধার করে মহাসড়কের যান চলাচল স্বাভাবিক করে।
সরাইল খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুখেন্দ্র বসু প্রথম আলোকে বলেন, পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর আগেই আহত ব্যক্তিদের স্থানীয় লোকজন উদ্ধার করে বিভিন্ন হাসপাতালের ভর্তি করেছেন। তাঁদের নাম-ঠিকানা পাওয়া যায়নি। বাস দুটি জব্দ করা হয়েছে। তবে দুই বাসের চালকেরা পালিয়ে গেছেন। এ ব্যাপারে থানায় মহাসড়ক আইনে মামলার প্রক্রিয়া চলছে।