বিদেশফেরত চার ব্যক্তি 'অতিথিশালায়'

জয়পুরহাটের আক্কেলপুরে বিদেশফেরত চার ব্যক্তি হোম কোয়ারেন্টিন না মানায় তাঁদের ‘অতিথিশালায়’ নেওয়া হয়েছে। আজ মঙ্গলবার বিকেল চারটায় তাঁদের জেলা স্বাস্থ্য বিভাগের ঘোষিত অতিথিশালা উপজেলার গোপীনাথপুরে নবনির্মিত ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজি ভবনে নেওয়া হয়।

আক্কেলপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাকিউল ইসলাম প্রথম আলোকে বিষয়টি নিশ্চিত করেছেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, গোপীনাথপুরে নবনির্মিত ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজিকে প্রথমে ১০০ শয্যার আইসোলেশন ইউনিট ঘোষণা করা হয়। গত রোববার জাতীয় সংসদের হুইপ, স্থানীয় সাংসদ আবু সাঈদ আল মাহমুদ স্বপন আইসোলেশন ইউনিটটি পরিদর্শন করেন। ওই দিন বিকেলে জয়পুরহাট জেলা প্রশাসনের আয়োজনে করোনাভাইরাস মোকাবিলায় প্রস্তুতি শীর্ষক মতবিনিময় সভায় হুইপ বিদেশফেরত লোকজনের হোম কোয়ারেন্টিন নিশ্চিত করতে জেলা প্রশাসনকে নির্দেশনা দেন। হোম কোয়ারেন্টিন না মানলে তাঁদের বাধ্যতামূলকভাবে গোপীনাথপুরে ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজি অতিথিশালায় রাখতে বলেন হুইপ।

আজ মঙ্গলবার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাকিউল ইসলাম, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এবং স্বাস্থ্য বিভাগের লোকজনদের সঙ্গে নিয়ে বিদেশফেরত লোকজনের হোম কোয়ারেন্টিন নিশ্চিত করতে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালান। এ সময় বিদেশফেরত চার ব্যক্তি হোম কোয়ারেন্টিন না মানায় তাঁদের ধরে অতিথিশালায় নিয়ে আসেন।

ইউএনও জাকিউল ইসলাম বলেন, ‘বিদেশফেরত ওই ব্যক্তি হোম কোয়ারেন্টিনে ছিলেন না। আমরা তাঁদের গোপীনাথপুর ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজি নিরাপদ অতিথিশালায় রেখেছি। সেখানে তাঁদের সরকারিভাবে থাকা-খাওয়ার ব্যবস্থা রয়েছে।’