বিদেশি মদের চালান জব্দের ঘটনায় আরও দুজন গ্রেপ্তার

গ্রেপ্তার
প্রতীকী ছবি

সুনামগঞ্জের জগন্নাথপুরে যাত্রীবাহী বাস থেকে বিদেশি মদের চালান জব্দের ঘটনায় ঢাকার যাত্রাবাড়ী থেকে আরও দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল শনিবার রাতে তাঁদের গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন সুনামগঞ্জের তেঘরিয়া গ্রামের মৃত সৈয়দ আলীর ছেলে সামছ উদ্দিন (২৫) ও ফেনিবিল গ্রামের মো. সৈয়দ আলীর ছেলে শফিকুল ইসলাম (২৩)। আজ রোববার তাঁদের সুনামগঞ্জ আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

জগন্নাথপুর থানার উপপরিদর্শক জিন্নাতুল ইসলাম জানান, সুনামগঞ্জ থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে যাওয়া কর্ণফুলী এক্সপ্রেসে নামের বাসে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে শুক্রবার রাতে ফুল মিয়াকে (৩৮) আটক করে পুলিশ। তাঁকে পাগলা জগন্নাথপুর আউশকান্দি আঞ্চলিক (আবদুস সামাদ আজাদ মহাসড়কের) জগন্নাথপুর পৌর এলাকার হবিবনগর এলাকা থেকে আটক করা হয়।

এ সময় তাঁর কাছ থেকে আমদানি নিষিদ্ধ ৫৪ বোতল বিদেশি মদ জব্দ করা হয়। পরে ফুল মিয়ার দেওয়া তথ্যের ভিত্তিতে ঘটনার সঙ্গে জড়িত আরও দুজনকে ঢাকা থেকে গ্রেপ্তার করে পুলিশ।এ ঘটনায় গ্রেপ্তার তিনজনসহ পাঁচজনের নাম উল্লেখ করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পুলিশ বাদী হয়ে মামলা করে।

জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান বলেন, বিদেশি মদের চালানের সঙ্গে জড়িত পাঁচজনের নাম পাওয়া গেছে। এর মধ্যে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। অপর দুজনকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।