বিলীন হচ্ছে আলীগঞ্জ বাজার

৪৭ কোটি টাকা ব্যয়ে জিও ব্যাগ এবং ব্লক ডাম্পিংয়ের উদ্যোগ নেওয়া হলেও ৩০ ভাগ কাজ শেষ হয়নি।

আলীগঞ্জ-উলানিয়া সড়ক রক্ষার ব্লক ভাঙনে বিলীন হচ্ছে। গত রোববারেরছবি। প্রথম আলো

মেঘনার ভাঙনে বরিশালের হিজলা উপজেলার আলীগঞ্জ বাজার বিলীন হওয়ার পথে। এরই মধ্যে বেশ কিছু স্থাপনা ও রাস্তা বিলীন হয়েছে। হুমকির মুখে পড়েছে ১০৩ বছরের ঐতিহ্যবাহী হিজলা পিএন মাধ্যমিক বিদ্যালয়, ধুলখোলা ইসলামিয়া দাখিল মাদ্রাসাসহ কয়েকটি প্রতিষ্ঠান।

ভাঙনের তীব্রতা বেড়ে যাওয়ায় উদ্বেগের কথা জানান হিজলা পিএন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জসিম উদ্দিন। তিনি বলেন, আর ১০ ফুট ভাঙলেই ঐতিহ্যবাহী প্রতিষ্ঠানটি নদীতে হারিয়ে যাবে। এর আগে এ প্রতিষ্ঠানের বিজ্ঞান ও গ্রন্থাগার ভবন মেঘনায় বিলীন হয়েছে। আরও বেশি ঝুঁকিতে আছে ধুলখোলা ইসলামিয়া দাখিল মাদ্রাসা। মাদ্রাসাটি থেকে মেঘনার দূরত্ব এখন মাত্র ৫ ফুট।

পানি উন্নয়ন বোর্ড (পাউবো) জানায়, মেঘনার ভাঙন থেকে এই এলাকাকে সুরক্ষার জন্য দেড় বছর আগে দুটি প্যাকেজে ৪৭ কোটি টাকা ব্যয়ে জিও ব্যাগ এবং ব্লক ডাম্পিংয়ের উদ্যোগ নেওয়া হয়। কিন্তু এই কাজের কার্যাদেশ পেয়ে ওয়েস্টার্ন লিমিটেড নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান ৩০ ভাগ কাজও শেষ করেনি। ফলে মেঘনার ভাঙনে বিলীন হতে চলেছে হিজলার ধুলখোলা ইউনিয়নের আলীগঞ্জ ঐতিহ্যবাহী বাজারটি।

স্থানীয় বাসিন্দারা বলছেন, গত শুক্রবার সাগরে লঘুচাপ ও পূর্ণিমার প্রভাবে মেঘনায় অস্বাভাবিক পানি বৃদ্ধি পায়। এতে নতুন করে শুরু হয়েছে ভাঙন। যতটুকু জিও ব্যাগ ও ব্লক ফেলা হয়েছিল, তা–ও মেঘনায় হারিয়ে গেছে। ভিটেমাটি হারানোর নতুন করে আতঙ্ক দেখা দিয়েছে হাজারো মানুষের মধ্যে।

ধুলখোলা ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য তছলিম মাঝি বলেন, শুক্রবার থেকে যেভাবে ভাঙন শুরু হয়েছে, তাতে দেড় শ বছরের পুরোনো আলীগঞ্জ বাজার, দুই শ বছরের পুরোনো একটি মসজিদসহ আরও কয়েকটি মসজিদ চিরতরে হারিয়ে যাওয়ার আশঙ্কা আছে। একই সঙ্গে পিএন মাধ্যমিক বিদ্যালয়, ধুলখোলা ইসলামিয়া মাদ্রাসা এবং বেশ কয়েকটি পরিবারের বসতভিটাও বিলীন হয়ে যাবে। আলীগঞ্জ বাজার থেকে সংলগ্ন উপজেলা মেহেন্দীগঞ্জের উলানিয়ার সঙ্গে যাতায়াতের পিচঢালা সড়কটি এরই মধ্যে অর্ধেক নদীতে বিলীন হয়েছে। বাকি অংশ ভাঙলে দুই উপজেলার মধ্যে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যাবে।

পাউবো সূত্র জানায়, মেঘনার ভাঙনরোধে ১৮৬ কোটি টাকার কাজ চলমান রয়েছে। এর মধ্যে ১৫ ও ১৬ নম্বর গুচ্ছের (প্যাকেজ) আওতায় আলীগঞ্জ বাজার–সংলগ্ন ৮০০ মিটার ভাঙন প্রতিরোধ ব্যবস্থা তৈরিতে ৪৭ কোটি টাকার কাজের কার্যাদেশ পেয়েছে হাসান অ্যান্ড ব্রাদার্স এবং ভিনসেন্ট জেভি নামের দুটি ঠিকাদারি প্রতিষ্ঠান।

পাউবোর হিজলা-মেহেন্দীগঞ্জ এলাকার দায়িত্বপ্রাপ্ত উপসহকারী প্রকৌশলী শফিকুল ইসলাম বলেন, হাসান অ্যান্ড ব্রাদার্স এবং ভিনসেন্ট জেভি নামের দুটি ঠিকাদারি প্রতিষ্ঠান এই দুই প্যাকেজের কাজ পেয়েছে। এর মধ্যে ভিনসেন্ট মূলত ঢাকার ওয়েস্টার্ন লিমিটেড নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠানেরই অঙ্গপ্রতিষ্ঠান। ওয়েস্টার্ন লিমিটেড পাউবোর কালো তালিকাভুক্ত। মানহীন কাজ করাসহ বিভিন্ন অভিযোগে ওয়েস্টার্ন লিমিটেডকে আগে পাউবো কালো তালিকাভুক্ত করেছিল।

প্রকৌশলী শফিকুল ইসলাম আরও বলেন, প্রকল্পের মেয়াদ আছে আগামী বছর জুন পর্যন্ত। কাজে গাফিলতির কারণে ৭-৮ মাস আগ থেকে ওয়েস্টার্ন লিমিটেডকে বিল দিচ্ছে না পাউবো। নতুন করে সৃষ্ট ভাঙন ঠেকাতে পাউবোর জরুরি রক্ষণাবেক্ষণ তহবিল থেকে ৫ হাজার জিও ব্যাগ ফেলার উদোগ নেওয়া হয়েছে।

ওয়েস্টার্নের পক্ষে কাজের তদারকিতে থাকা সুপারভাইজার আসাদুজ্জামান বলেন, তাঁরা নতুন করে ব্লক ফেলছেন আলীগঞ্জে। এর আগে এ কাজের দায়িত্বে ছিল অন্য একটি সাবঠিকাদারি প্রতিষ্ঠানের। যে কারণে কাজ শেষ করতে দেরি হচ্ছে।