বৃষ্টিস্নাত সকালে স্বস্তির ঈদ বরিশালে
বৃষ্টিস্নাত ঈদের সকাল আশীর্বাদ হয়ে এসেছিল বরিশালে। সকালে নগরের হেমায়েত উদ্দীন কেন্দ্রীয় ঈদগাহে ঈদের প্রধান জামাত হয়। এরপর সকাল সাড়ে নয়টার দিকে কালো মেঘে ছেয়ে যায় আকাশ। একপশলা বৃষ্টি নামে। এতে অসহনীয় গরমে স্বস্তি ফেরে নগরে।
মার্চে স্বাভাবিক বৃষ্টিপাত হলেও তাপমাত্রা ছিল অসহনীয়। আর এপ্রিলে এক ফোঁটা বৃষ্টিও ঝরেনি বরিশালে। এ কারণে পবিত্র রমজান মাসজুড়ে ছিল অসহনীয় গরম। এতে স্বাভাবিক ছন্দ হারায় জনজীবন। আবহাওয়ার এই চরম ভাবাপন্ন অবস্থার মধ্যেই এসেছে খুশির ঈদ। ঈদের খুশির বার্তার সঙ্গে করে বরিশালে এসেছে স্বস্তির বৃষ্টি।
আজ মঙ্গলবার সকালে ঈদের জামাতের পর কালো মেঘে ছেয়ে যায় নগরের আকাশ। তারপর নামে বৃষ্টি, খুব বেশি সময় তা স্থায়ী হয়নি। তবে ভ্যাপসা গরম থেকে মুক্তি মিলেছে সাময়িক।
করোনা মহামারির কারণে টানা দুই বছর বরিশালের কোনো ঈদগাহে ঈদুল ফিতর ও ঈদুল আজহার জামাত অনুষ্ঠিত হয়নি। এ বছর করোনার সংক্রমণ অনেকটা কমে আসায় বরিশাল নগরে এবং বিভাগের সর্বত্র ঈদের জামাত হয় ঈদগাহে।
বরিশাল নগরে এবার ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয় নগরের বান্দ রোডের হেমায়েত উদ্দীন কেন্দ্রীয় ঈদগাহ মাঠে। সকাল সাড়ে আটটায় অনুষ্ঠিত হয় নগরের ঈদের প্রধান জামাত। জনপ্রতিনিধি, প্রশাসনের কর্মকর্তা, রাজনৈতিক নেতাসহ সর্বস্তরের মানুষ জামাতে অংশ নেন।