মৌলভীবাজারের কমলগঞ্জে একটি বেইলি সেতুর তিনটি পাটাতন খুলে শমশেরনগর-কমলগঞ্জ সড়কে আজ মঙ্গলবার সকাল থেকে সব ধরনের যান চলাচল বন্ধ আছে। আজ সকাল পৌনে সাতটার দিকে কমলগঞ্জ সরকারি গণমহাবিদ্যালয়–সংলগ্ন খিন্নীছড়ার ওপর বেইলি সেতুর তিনটি পাটাতন খুলে এ ঘটনা ঘটে।
এলাকাবাসী বলেন, এক বছর আগে বেইলি সেতুর দুটি পাটাতন খুলে গিয়েছিল। সেটি সংস্কার করে যানবাহন চলাচল শুরু হয়। এলাকাবাসী এখানে স্থায়ীভাবে সিসি ঢালাই সেতু নির্মাণের দাবি জানান।
সড়ক ও জনপথ বিভাগের সহকারী প্রকৌশলী মো. আরিফুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দ্রুত এটি মেরামত করে যান চলাচল স্বাভাবিক করা হবে।
বিজ্ঞাপন
মন্তব্য করুন