বেইলি সেতু ভেঙে বান্দরবান-রোয়াংছড়ি সড়কে যানবাহন চলাচল বন্ধ
বান্দরবান-রোয়াংছড়ি সড়কের কলাতলিঝিরি এলাকায় বেইলি সেতুটি ভেঙে পড়ায় বান্দরবান জেলা সদরের সঙ্গে রোয়াংছড়ির উপজেলার সরাসরি যানবাহন চলাচল বন্ধ রয়েছে। এতে সড়কের দুই পাশে পণ্যবাহী যানবাহন আটকে পড়েছে। তবে যাত্রীবাহী বাসগুলো সেতুর দুই পাশ থেকে যাত্রী ওঠানামা করছে।
আজ শনিবার সকালে সরেজমিনে দেখা যায়, বেইলি সেতুটির এক পাশের প্যানেল (নিরাপত্তা দেয়াল) ভেঙে কাত হয়ে পড়েছে। সেতুর নাটবল্টু খুলে পাটাতনগুলো নড়বড়ে হয়ে গেছে। সেতুর দুই পাশে নিত্যপ্রয়োজনীয় পণ্যসামগ্রীর মাল বহনকারী ট্রাক, মিনি ট্রাক ও চাঁদের গাড়ি আটকা পড়েছে। রোয়াংছড়ির উপজেলা থেকে জেলা সদরের দিকে আসা আম, কাঁঠালসহ পচনশীল কৃষিপণ্য আটকে পড়ায় সংকটে পড়েছেন ব্যবসায়ীরা।
মাহিন্দ্রচালক রুনারাম ত্রিপুরা ও স্থানীয় বাসিন্দা শাসনকুমার তঞ্চঙ্গ্যা জানান, বৃহস্পতিবার রাতে একটি আম বহনকারী ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে বেইলি সেতুর ওপর ধাক্কা খেয়ে ভেঙে পড়ে। পরে কোনোরকমে যানবাহন চলাচল করলেও শুক্রবার রাতে ভারী ট্রাক নড়বড়ে সেতু অতিক্রম করার সময় দেবে যায়। এরপর থেকে যানবাহন চলাচল একেবারে বন্ধ রয়েছে।
ওই সড়কের দায়িত্বে থাকা সড়ক ও জনপথ বিভাগের (সওজ) উপসহকারী প্রকৌশলী মংশৈপ্রু বাপ্রু মারমা বলেন, ১৯৮০–এর দশকে বান্দরবান-রোয়াংছড়ি সড়কে ১২টি বেইলি সেতুর সব কটিই মারাত্মক ঝুঁকিপূর্ণ। ধসে পড়া বেইলি সেতুটি মেরামতে দক্ষ লোকবল ও প্রয়োজনীয় যন্ত্রপাতি নেই। এ জন্য দ্রুত মেরামতে প্রয়োজনীয় যন্ত্রপাতিসহ চকরিয়া থেকে লোকজন নিয়ে আসা হচ্ছে। তাঁরা এসে পৌঁছালে মেরামতের কাজ শুরু হবে। তবে মেরামতকাজ কখন শেষ হবে, তা জানাতে পারেননি তিনি।