বেগমগঞ্জে বাস-মোটরসাইকেল সংঘর্ষে প্রাণ গেল মামা-ভাগনের

সড়ক দুর্ঘটনা
প্রতীকী ছবি

নোয়াখালীর বেগমগঞ্জে যাত্রীবাহী বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুজন প্রাণ হারিয়েছেন। তাঁরা সম্পর্কে আপন মামা-ভাগনে। এ ঘটনায় একই পরিবারের আরও একজন গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন। আজ সোমবার দুপুর পৌনে ১২টার দিকে উপজেলার দীনেশগঞ্জ এলাকায় ফেনী-নোয়াখালী মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুর্ঘটনাকবলিত গাড়ি দুটি জব্দ করে।

নিহত ব্যক্তিরা হলেন সেনবাগ উপজেলার বীজবাগ ইউনিয়নের বকশিরহাট এলাকার হাবিব উল্যার ছেলে মো. ওমর ফারুক (৪৫) এবং তাঁর ভাগনে বেগমগঞ্জ উপজেলার রসুলপুর ইউনিয়নের রফিকপুর গ্রামের সিদ্দিক উল্যাহর ছেলে মোহাম্মদ মিশু (৩০)। এ ঘটনায় আহত ব্যক্তির নাম আইয়ুব আলী (৪০)। তিনি নিহত মো. ওমর ফারুকের আপন ভাই এবং মিশুর আরেক মামা। আইয়ুব আলীকে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মোটরসাইকেলচালক মিশু ঘটনাস্থলেই মারা যান। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তাঁর মামা ওমর ফারুক মারা যান। আর আহত আরেক মামা আইয়ুব আলী নোয়াখালী জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন।

হাইওয়ে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুর পৌনে ১২টার দিকে মোহাম্মদ মিশু (৩০) বেগমগঞ্জের রফিকপুর গ্রামের বাড়ি থেকে তাঁর দুই মামাকে নিয়ে মোটরসাইকেলে করে চৌমুহনীর দিকে যাচ্ছিলেন। মোটরসাইকেলটি মিশুই চালাচ্ছিলেন। তাঁদের মোটরসাইকেলটি ফেনী-নোয়াখালী মহাসড়কের দীনেশগঞ্জ এলাকা অতিক্রমের সময় বিপরীত দিক থেকে আসা সুগন্ধা পরিবহনের একটি বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এ ঘটনায় মোটরসাইকেলচালক মিশু ঘটনাস্থলেই মারা যান।

দুর্ঘটনায় মোটরসাইকেলের অন্য দুই আরোহী মিশুর দুই মামা ওমর ফারুক ও আইয়ুব আলী গুরুতর আহত হন। স্থানীয় লোকজনের সহায়তায় তাঁদের প্রথমে নোয়াখালীর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে ওমর ফারুক মারা যান। আর আহত আইয়ুব আলী নোয়াখালী জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন।

দুর্ঘটনায় দুজনের নিহতের বিষয়টি নিশ্চিত করে লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জোবায়েরুল হক প্রথম আলোকে বলেন, দীনেশগঞ্জ এলাকায় একটি লোকাল বাসের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে মামা-ভাগনে তিনজন হতাহত হয়েছেন। এর মধ্যে ঘটনাস্থলে একজন এবং ঢাকায় নেওয়ার পথে একজন মারা যান। আরেকজন আহত হয়ে চিকিৎসাধীন। দুর্ঘটনাকবলিত গাড়ি দুটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় অভিযোগ পেলে মামলা নেওয়া হবে।