বেপরোয়া গাড়ি চালাচ্ছিল কিশোর, গাড়ি জব্দ
চট্টগ্রাম নগরের পতেঙ্গায় বেপরোয়া গতিতে গাড়ি চালানোর অভিযোগে সাত কিশোরকে আটকের পর পরিবারের জিম্মায় তাদের ছেড়ে দেওয়া হয়। তবে গাড়িটি জব্দ করেছে পুলিশ। গতকাল শুক্রবার রাত আটটায় নগরের পতেঙ্গায় এ ঘটনা ঘটে।
পতেঙ্গা থানা সূত্র জানায়, গতকাল রাতে পতেঙ্গার নেভাল ওয়েস্ট পয়েন্ট এলাকায় বেপরোয়া গতিতে গাড়ি চালাচ্ছিল এক কিশোর। পরে পতেঙ্গার ট্রাফিক পরিদর্শক শহীদুল ইসলামের নেতৃত্বে অভিযান পরিচালনা করে গাড়িটি জব্দ করা হয়। গাড়িচালক ওই কিশোর ও গাড়িতে থাকা আরও ছয় আরোহীকে আটক করা হয়।
পতেঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন প্রথম আলোকে বলেন, গাড়িচালক ও আরোহী সবাই কিশোর। তারা নগরের বিভিন্ন স্কুল ও কলেজে পড়াশোনা করে। পরিবারের জিম্মায় তাদের ছেড়ে দেওয়া হয়েছে।