বেলকুচি আ.লীগের সভাপতি মমিন, সম্পাদক আশানুর

বেলকুচি আওয়ামী লীগের সভাপতি আবদুল মমিন মন্ডল (বাঁয়ে) ও সাধারণ সম্পাদক আশানুর বিশ্বাস
ছবি: সংগৃহীত

এক দশক পর নতুন নেতৃত্ব পেল সিরাজগঞ্জের বেলকুচি আওয়ামী লীগ। আজ সোমবার এই উপজেলায় ক্ষমতাসীন দলটির ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। পরে কাউন্সিলের মাধ্যমে নেতা নির্বাচন করা হয়। এতে আলোচনার মাধ্যমে সভাপতি করা হয়েছে স্থানীয় সংসদ সদস্য আবদুল মমিন মন্ডলকে, আর সাধারণ সম্পাদক করা হয়েছে আশানুর বিশ্বাসকে।

উপজেলার সোহাগপুর এস কে পাইলট সরকারি উচ্চবিদ্যালয় চত্বরে সকালে দিনব্যাপী ত্রিবার্ষিক সম্মেলনের উদ্বোধন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন। সম্মেলন উদ্বোধন করেন জেলা আওয়ামী লীগের সভাপতি কে এম হোসেন আলী। সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি (ভারপ্রাপ্ত) দেলখোশ প্রামাণিক। সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক ফজলুল হক সরকার।

সম্মেলনের প্রথম অধিবেশনে বক্তব্য দেন কেন্দ্রীয় আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যাবিষয়ক সম্পাদক রোকেয়া সুলতানা, কেন্দ্রীয় কমিটির সদস্য মেরিনা জাহান, কেন্দ্রীয় কমিটির কার্যনির্বাহী সদস্য সৈয়দ আবদুল আওয়াল শামীম, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুস সামাদ তালুকদার, সিরাজগঞ্জ–১ আসনের সংসদ সদস্য তানভীর শাকিল জয়, জেলা পরিষদের চেয়ারম্যান আবদুল লতিফ বিশ্বাস, জেলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি বিমল কুমার দাস ও বনানী থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মীর মোশারফ হোসেন প্রমূখ।

বিকেলে সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে শুরু হয় নেতৃত্ব নির্বাচনের কাউন্সিল। এ সময় সভাপতি ও সাধারণ সম্পাদক পদে আগ্রহীদের নাম আহ্বান করা হয়। সভাপতি পদে তিনজন ও সাধারণ সম্পাদক পদে নয়জনের নাম জমা পড়ে। পরে আলোচনার মাধ্যমে জেলা আওয়ামী লীগের সভাপতি কে এম হোসেন আলী সভাপতি হিসেবে মমিন মন্ডল এবং সাধারণ সম্পাদক পদে আশানুরের নাম ঘোষণা করেন।

এর আগে ২০১২ সালে বেলকুচি উপজেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল। এতে ইউসুফ জিখানকে সভাপতি করা হয়েছিল। গত বছর তিনি মারা যান। সাধারণ সম্পাদক করা হয়েছিল ফজলুল হককে।