নরসিংদীর বেলাব উপজেলা প্রেসক্লাবের সভাপতি শেখ আবদুল জলিলকে ফোনে হত্যার হুমকি দেওয়া হয়েছে। এ ঘটনায় নিরাপত্তা চেয়ে আজ রোববার বিকেলে তিনি বেলাব থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।
আবদুল জলিল দৈনিক সমকালের বেলাব উপজেলা প্রতিনিধি। শনিবার রাত সাড়ে ১টা ১২ মিনিটে একটি অপরিচিত নম্বর থেকে মুঠোফোনে হত্যার হুমকি পেয়েছেন বলে জানান তিনি।
জিডিতে উল্লেখ করা হয়েছে, ফোন ধরতেই অপর প্রান্ত থেকে একটি অপরিচিত পুরুষ কণ্ঠ বলেন, ‘যদি জামায়াত-শিবিরের বিরুদ্ধে কোনো নিউজ লেখ, তাহলে তোমাকে জবাই করে হত্যা করা হবে।’ জলিলের প্রতি উত্তরের পর আবার একই হুমকি দিয়ে কল কেটে দেন।
জানতে চাইলে আবদুল জলিল প্রথম আলোকে বলেন, ‘ফোন পাওয়ার পর থেকেই আমি ও আমার পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছি। আতঙ্কিত অবস্থায় রাতেই বেলাব থানার ওসি শাফায়েত হোসেন ও সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা আক্তার হোসেনকে ঘটনার বিস্তারিত জানিয়েছি। তাঁরা দুজনই আমাকে থানায় গিয়ে একটি সাধারণ ডায়েরি করার পরামর্শ দেন। পরে আজ বিকেলে বেলাব থানায় সাধারণ ডায়েরি করি।’
বেলাব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাফায়েত হোসেন বলেন, এ ব্যাপারে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।