বেশি দামে সয়াবিন তেল বিক্রি ও মজুত রাখার দায়ে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার রায়ের বাজারের দুটি মিল ও দোকান মালিককে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ময়মনসিংহ বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক নিশাত মেহের অভিযান চালিয়ে ওই জরিমানা করেন।
স্থানীয় ব্যবসায়ী ও অধিদপ্তর সূত্রে জানা যায়, উপজেলার আঠারবাড়ী ইউনিয়নের রায়েরবাজারে বেশি দামে সয়াবিন তেল বিক্রি ও মজুত রাখার খবর পেয়ে বৃহস্পতিবার বিকেলে অভিযান চালানো হয়। সেখানে মেসার্স সেলিম অয়েল মিলের মালিক ও দোকানিকে বেশি দামে সয়াবিন তেল বিক্রির দায়ে ১০ হাজার টাকা এবং আঠারবাড়ী অয়েল মিল মালিক ও দোকানিকে ২ হাজার লিটার সয়াবিন তেল মজুত রাখার দায়ে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সেই সঙ্গে মজুত রাখা ওই দুই হাজার লিটার তেল আগের মূল্যে বিক্রি করার নির্দেশ দেওয়া হয়।