বেড়াতে যাওয়ার পথে কাভার্ড ভ্যানের ধাক্কায় দুই বন্ধু নিহত

সড়ক দুর্ঘটনা
প্রতীকী ছবি

মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলায় কাভার্ড ভ্যানের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। গতকাল শনিবার দিবাগত রাত দুইটার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ভবেরচর কলেজ রোড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। কাভার্ড ভ্যানের চালক আল আমিনকে আটক ও কাভার্ড ভ্যানটি জব্দ করেছে গজারিয়া হাইওয়ে পুলিশ।

নিহত দুজন হলেন ঢাকার হাজারীবাগ এলাকার নাহিদ উল্লাহ (২৬) ও মহিউদ্দিন পলাশ (২৭)। নাহিদ মোহাম্মদপুর কেন্দ্রীয় কলেজের স্নাতকোত্তর শ্রেণির শিক্ষার্থী। তাঁরা পরস্পরের বন্ধু।

গজারিয়া ভবেরচর হাইওয়ে পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত পুলিশ পরিদর্শক মো. সালাহউদ্দিন আজ দুপুর পৌনে ১২টার দিকে বলেন, গতকাল রাত দুইটার দিকে ঢাকা থেকে ছয় বন্ধু পৃথক মোটরসাইকেলে করে রাঙামাটির দিকে বেড়াতে যাচ্ছিলেন। ভবেরচর কলেজ রোড এলাকায় পৌঁছালে পেছন থেকে ওই কাভার্ড ভ্যান মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেলের দুই আরোহী নিহত হন। ধারণা করা হচ্ছে, কুয়াশার কারণে এ দুর্ঘটনা ঘটতে পারে। কাভার্ড ভ্যানটির চালক আল-আমিনকে আটক করা হয়েছে। লাশ পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

নিহত নাহিদ উল্লাহর বড় ভাই সালাউদ্দিন খোকা বলেন, তাঁর ভাই বন্ধুদের সঙ্গে রাঙামাটি যাচ্ছিলেন। দুর্ঘটনায় ভাই ও তাঁর বন্ধু মারা গেছেন। পুলিশ রাত তিনটার দিকে তাঁদের এই খবর দিয়েছেন।