বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুন, পুড়ে গেল ৩৫টি ঘর
গাজীপুর সিটি করপোরেশনের বাহাদুরপুর মণ্ডলবাড়ি এলাকায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ শনিবার বেলা সাড়ে ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। এতে ওই এলাকার ৩টি টিনশেড ভবনের ৩৫টি ঘর আগুনে পুড়ে গেছে। তবে এ ঘটনায় কেউ হতাহত হননি।
স্থানীয় সূত্রে জানা গেছে, আজ বেলা সাড়ে ১১টার দিকে একটি কক্ষে আগুন দেখতে পান স্থানীয় লোকজন। এর কিছুক্ষণের মধ্যেই ওই বাড়িসহ তিনটি বাড়িতে আগুন ছড়িয়ে পড়ে। এ সময় স্থানীয় লোকজন আগুন নেভানোর চেষ্টা করে ব্যর্থ হন। বাড়ি ৩টি লাগোয়া হওয়ায় দ্রুত আগুন বিস্তৃত হয়। খবর পেয়ে দুপুরে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিভিয়ে ফেলে।
জয়দেবপুর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার তাশারফ হোসেন বলেন, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছিল। এতে ৩টি বাড়ির ৩৫টি ঘর পুড়ে গেছে। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো জানা যায়নি।