ব্যবস্থাপত্রের ছবি তোলায় ১১ ওষুধ বিপণন কর্মকর্তার মুঠোফোন জব্দ
সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের বহির্বিভাগের রোগীদের ব্যবস্থাপত্রের ছবি তোলার দায়ে ১১ ওষুধ বিপণন কর্মকর্তার মুঠোফোন জব্দ করা হয়েছে। পরে তাঁদের সতর্ক করে ফোনগুলো ফিরিয়ে দেওয়া হয়। আজ সোমবার দুপুরে তাঁদের মুঠোফোনগুলো জব্দ করা হয়েছিল।
হাসপাতাল সূত্রে জানা গেছে, হাসপাতালের বহির্বিভাগে প্রতি সপ্তাহের শনি ও মঙ্গলবার ওষুধ বিপণন কর্মকর্তাদের চিকিৎসকদের সঙ্গে সাক্ষাতের দিন ও সময় নির্ধারণ করে দেওয়া হয়েছিল। এরপরও প্রায় প্রতিদিন ওষুধ বিপণন কর্মকর্তারা হাসপাতালের বহির্বিভাগে ভিড় করছিলেন। এতে রোগীদের চিকিৎসাসেবায় ব্যাঘাত ঘটছিল।
সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মাহবুবুর রহমান ভূঁইয়া বলেন, হাসপাতালের দায়িত্ব পাওয়ার পর ওষুধ বিপণনকারী কর্মকর্তাদের আগেই নির্দিষ্ট দিনে চিকিৎসকদের সাক্ষাতের দিন ও সময় নির্ধারণ করে দেওয়া হয়েছিল। বহির্বিভাগে পোস্টারের মাধ্যমে নির্দিষ্ট দিন ও তারিখ লেখা আছে। এরপরও তাঁরা রোগীদের চিকিৎসায় ব্যাঘাত ঘটাচ্ছিলেন।
মাহবুবুর রহমান ভূঁইয়া আরও বলেন, সব থেকে ‘অ্যালার্মিং’ বিষয় হলো তাঁরা রোগীদের ব্যবস্থাপত্রের ছবি তুলছিলেন। কিন্তু রোগীর ব্যবস্থাপত্র খুবই ‘কনফিডেনশিয়াল’। এর ছবি তোলা অবশ্যই অপরাধ। এ জন্য প্রাথমিকভাবে এ কাজে লিপ্ত ১১ জনের মুঠোফোন জব্দ করা হয়। পরে তাঁদের সতর্ক করে দিয়ে সেগুলো ফেরত দিয়েছেন। ভবিষ্যতে এ ধরনের কাজ করতে নিষেধও করা হয়েছে।