default-image

চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলায় ব্যাডমিন্টন খেলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে।

গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে আটটার দিকে উপজেলার বণ্ডবিল গ্রামে এ ঘটনা ঘটে।

মারা যাওয়া স্কুলছাত্রের নাম রাকিব হোসেন মোল্লা (১৪)।

বিজ্ঞাপন

রাকিব বণ্ডবিল গ্রামের আবদুল আলিম মোল্লার ছেলে। রাকিব আলমডাঙ্গা সরকারি পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র ছিল।

আবদুল আলিম জানান, তাঁর ছেলে সন্ধ্যার পর বাড়ির পাশে ব্যাডমিন্টন খেলতে যায়। ব্যাডমিন্টন কোর্টে আলো জ্বালানোর জন্য সে বিদ্যুতের সংযোগ দিতে গিয়েছিল। তখন রাকিব বিদ্যুৎস্পৃষ্ট হয়।

ঘটনার পর রাকিবকে উদ্ধার করে আলমডাঙ্গার একটি বেসরকারি ক্লিনিকে নেওয়া হয়। সেখানে তাকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক।

মন্তব্য পড়ুন 0