ব্রহ্মপুত্রে জেলেদের জালে ৩০ কেজি ওজনের বাগাড়
কুড়িগ্রামের উলিপুরে ব্রহ্মপুত্র নদে জেলেদের জালে বিশাল আকৃতির একটি বাগাড় মাছ ধরা পড়েছে। মাছটির ওজন ৩০ কেজি। বিশাল আকারের বাগাড় ধরা পড়ায় হাসি ফুটেছে জেলে আছর আলীর মুখে। মাছটি তিনি বিক্রি করেছেন ৩৬ হাজার টাকায়।
আছর আলীর বাড়ি উলিপুর উপজেলার হাতিয়া ইউনিয়নের অনন্তপুর এলাকায়। শনিবার রাতে ব্রহ্মপুত্র নদ থেকে তিনি মাছটি ধরেন। পরে এটি ‘প্রান্তিক’ নামে একটি অনলাইন অর্গানিক শপের মাধ্যমে বিক্রি করা হয়।
প্রান্তিকের সদস্য মারুফ বলেন, বাগাড়টি ওজনে ৩০ কেজি ৫০০ গ্রাম। ব্রহ্মপুত্র নদে প্রায়ই এ ধরনের বিশালাকার বাগাড় ধরা পড়ছে। মাছটি ১ হাজার ২০০ টাকা কেজি দরে ৩৬ হাজার টাকায় রাতেই অনলাইনের মাধ্যমে বিক্রি করা হয়েছে।
জেলে আছর আলী বলেন, এই শীতের মধ্যে কয়েক দিন মাছ ধরতে যাননি। পেটের দায়ে বাধ্য হয়ে শনিবার শীত উপেক্ষা করে ব্রহ্মপুত্রে যান। কুয়াশায় কিছুই দেখা যায় না। তবু ধৈর্য ধরে জাল ফেলেন। এরপর মাছটি জালে ধরা পড়ে। এতে তিনি খুব খুশি।
কুড়িগ্রাম জেলা মৎস্য কর্মকর্তা কালিপদ রায় বলেন, বাগাড় একটি সংকটাপন্ন প্রজাতির মাছ। মৎস্য আইনে এটি শিকারের ব্যাপারে সুস্পষ্ট নিষেধাজ্ঞা নেই। তবে ছোট আকৃতির না ধরে বড় বাগাড় শিকারে কোনো বিধিনিষেধ নেই।