default-image

জামালপুরের ইসলামপুর উপজেলায় নিখোঁজের এক দিন পর ব্রহ্মপুত্র নদ থেকে যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। বুধবার সন্ধ্যায় উপজেলার গাইবান্ধা ইউনিয়নের চরদাদনা গ্রামের ব্রহ্মপুত্র নদ থেকে লাশটি উদ্ধার করে পুলিশ।

লাশ উদ্ধার হওয়া ওই যুবকের নাম আবদুল হামিদ (২৭)। তিনি উপজেলার দুরমুট ইউনিয়নের কলাবাঁধা গ্রামের দুলাল শেখের ছেলে। জামালপুর সরকারি আশেক মাহমুদ কলেজের মাস্টার্সের শিক্ষার্থী ছিলেন তিনি।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার রাতে গ্রামের ওয়াজ মাহফিলে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হন আবদুল হামিদ। ওই রাতে আর বাড়িতে ফেরেননি। পরিবারের সদস্যরা মুঠোফোনটিও বন্ধ পান। অনেক খোঁজাখুঁজি করেও তাঁকে পাওয়া যাচ্ছিল না। বুধবার সন্ধ্যার দিকে চরদাদনা গ্রামের ব্রহ্মপুত্র নদে জেলেদের জালে লাশটি উঠে আসে। পরে স্থানীয় লোকজনের মাধ্যমে পরিবারের সদস্যরা তাঁর লাশ শনাক্ত করেন।

জামালপুরের সহকারী পুলিশ সুপার (ইসলামপুর সার্কেল) মো. সুমন মিয়া প্রথম আলোকে বলেন, নদ থেকে ওই শিক্ষার্থীর লাশটি উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশটি জামালপুর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

বিজ্ঞাপন
জেলা থেকে আরও পড়ুন
মন্তব্য করুন