চট্টগ্রাম জেলার মানচিত্র।
প্রতীকী ছবি

কোপা আমেরিকা ফুটবলের ফাইনালে ব্রাজিল-আর্জেন্টিনা ম্যাচ নিয়ে অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে চট্টগ্রাম শহরে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। রোববার সকাল ছয়টায় ব্রাজিলের মারাকানা স্টেডিয়ামে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

এই ম্যাচকে সামনে রেখে শনিবার রাতে চট্টগ্রাম নগর পুলিশের পক্ষ থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে অতিরিক্ত পুলিশ মোতায়েনের বিষয়টি জানানো হয়েছে।

সিএমপির বিজ্ঞপ্তিতে দুই দলের সমর্থকদের ‘উসকানিমূলক আচরণ’ থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, অন্যান্য খেলার মতো ফুটবল খেলাও একটি নিছক বিনোদনের অংশ। তাই এই খেলার হার-জিতকে কেন্দ্র করে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা তৈরি করা হবে আইন শৃঙ্খলার পরিপন্থী। এতে শহরের জনসাধারণের জানমালের নিরাপত্তা হুমকির সম্মুখীন হতে পারে।

বিষয়টির গুরুত্ব বিবেচনা করে নগরবাসীর নিরাপত্তায় ইতিমধ্যেই নগরের বিভিন্ন এলাকায় অতিরিক্ত ফোর্স মোতায়েন করা হয়েছে।

দুই দলের সমর্থকেরা পরস্পরকে জড়িয়ে কোনো ধরনের উসকানিমূলক আচরণ না করার অনুরোধ জানিয়ে বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এরূপ আচরণের মাধ্যমে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটলে দোষী ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।