default-image

ব্রাহ্মণবাড়িয়ায় নতুন করে আরও ২৫ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট করোনা রোগীর সংখ্যা দাঁড়াল ২৭৬ জনে। জেলার নবীনগর উপজেলায় সংখ্যাটা ৮৬, যা জেলার মধ্যে সর্বোচ্চ। সোমবার বিকেল সাড়ে চারটার দিকে ব্রাহ্মণবাড়িয়ার সিভিল সার্জন কার্যালয় এ তথ্য জানায়।

জেলার সিভিল সার্জন কার্যালয়ে নমুনা সংরক্ষণের দায়িত্বে থাকা চিকিৎসক সাজিদা আক্তার প্রথম আলোকে বলেন, ১১১ জনের নমুনা পরীক্ষায় ২৫ জনের করোনা ‘পজিটিভ’ এসেছে। আক্রান্ত সবাই নবীনগর ও বাঞ্ছারামপুর উপজেলার বাসিন্দা।

জেলা স্বাস্থ্য বিভাগ জানায়, ব্রাহ্মণবাড়িয়ায় এখন পর্যন্ত ৫ হাজার ৫৪১ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। এর মধ্যে ৪ হাজার ৪৩২ জনের ফল পাওয়া গেছে। জেলায় করোনায় সংক্রমিত মোট ২৭৬ জনের মধ্যে ৭৫ জন ইতিমধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন। বর্তমানে আইসোলেশনে থাকা ১৬৫ জন ব্রাহ্মণবাড়িয়ায়, ৪ জন ঢাকায়, ২ জন কুমিল্লায় ও ১ জন ফেনীতে আছেন।

বিজ্ঞাপন
মন্তব্য পড়ুন 0