ব্রাহ্মণবাড়িয়ায় সড়ক দুর্ঘটনায় বাউলশিল্পী নিহত
ব্রাহ্মণবাড়িয়ায় ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে জামাল হোসেন (৩৫) নামে এক বাউলশিল্পী নিহত হয়েছেন। গতকাল মঙ্গলবার রাত আটটার দিকে কুমিল্লা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার সুলতানপুর ইউনিয়নের উড়শীউড়া এলাকায় এ ঘটনা ঘটে। এ দুর্ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন।
সড়ক দুর্ঘটনায় নিহত জামাল হোসেন ঢাকার কচুক্ষেত এলাকার বাসিন্দা। এ দুর্ঘটনায় আহত অপর ব্যক্তিরা হলেন ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার তারাগন গ্রামের অটোরিকশাচালক সিদ্দিক মিয়া (৪৫), ঢাকার কচুক্ষেতের বাউলশিল্পী আল-আমিন-(৩৭) ও ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলার রাঁধানগর গ্রামের ইয়াসিন মিয়া (২৮)।
হাসপাতালে আহত বাউলশিল্পী আল-আমিন মিয়া বলেন, মঙ্গলবার রাতে আখাউড়া উপজেলার মোগড়া ইউনিয়নের হাওড়ারচর এলাকার শহীদ ফকিরের বাড়িতে ওরস ছিল। তারা চারজন একটি অটোরিকশা দিয়ে আখাউড়ার উদ্দেশে রওনা হন। সদর উপজেলার উড়শীউড়া এলাকায় একটি ট্রাকের সঙ্গে অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে বাউলশিল্পী জামাল হোসেন নিহত হন ও বাকি তিনজন আহত হন।
এ বিষয়ে ২৫০ শয্যাবিশিষ্ট ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক সোহাগ হোসেন জানান, দুর্ঘটনায় জামাল হোসেন নামের একজন বাউলশিল্পী মারা গেছেন। আহতদের মধ্যে অটোরিকশাচালককে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।
খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহজালাল আলম বলেন, লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।