বড় ভাইয়ের ইঁদুর মারার ফাঁদে প্রাণ গেল তরুণের
বড় ভাইয়ের জমিতে পেতে রাখা ইঁদুর মারার বৈদ্যুতিক ফাঁদে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ছোট ভাইয়ের মৃত্যু হয়েছে। আজ বুধবার সকালে ঘটনাটি ঘটেছে নাটোর সদর উপজেলার কালিকাপুর আমহাটি গ্রামে।
মারা যাওয়া তরুণের নাম নজরুল ইসলাম (২১)। তিনি কালিকাপুর আমহাটি গ্রামের মৃত বাদল মণ্ডলের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, কালিকাপুর আমহাটি গ্রামের আনোয়ার হোসেন তাঁর ধানের জমিতে ইঁদুর মারার জন্য বৈদ্যুতিক ফাঁদ পেতে রাখেন। জমির চারপাশ দিয়ে পেতে রাখা ওই ফাঁদে গতকাল মঙ্গলবার রাতে বিদ্যুৎ–সংযোগ দেওয়া ছিল। আজ বুধবার সকালে তাঁর ছোট ভাই নজরুল ইসলাম ধানের জমিতে গিয়ে ফাঁদে জড়িয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। খবর পেয়ে নাটোর সদর থানার পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে সদর হাসপাতালের মর্গে পাঠায়। এ ঘটনার পর ওই জমির আশপাশের বাড়ির লোকজন আতঙ্কিত হয়ে পড়েন। তাঁরা দ্রুত সব ধরনের বৈদ্যুতিক ফাঁদ অপসারণ ও অনিরাপদ বিদ্যুৎবাহী তার সরিয়ে নেওয়ার দাবি জানান।
এ ঘটনায় আজ বিকেল পর্যন্ত কোনো মামলা হয়নি। তবে পুলিশ জমির মালিক আনোয়ার হোসেনকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে গেছে। এর আগে আনোয়ার হোসেন সাংবাদিকদের জানান, তাঁর ভাই বৈদ্যুতিক সংযোগটি বন্ধ করার জন্যই জমিতে গিয়েছিলেন। কিন্তু অসাবধানতাবশত তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান। তিনি এ ঘটনায় মর্মাহত।
নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি-১–এর (সদর) মহাব্যবস্থাপক এমদাদুল হক বলেন, আনোয়ার হোসেন সমিতির একজন গ্রাহক। তবে তিনি এ ধরনের বিপজ্জনক কাজে বিদ্যুৎ ব্যবহার করতেন, তা সমিতির কারও জানা ছিল না। এ ব্যাপারে তদারকি বাড়ানো হবে।