ভটভটির ধাক্কায় প্রাণ হারালেন মোটরসাইকেল আরোহী
শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় ভটভটির ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার বেলা সাড়ে তিনটার দিকে উপজেলার কালিনগর এলাকায় শেরপুর-নালিতাবাড়ী সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত তরুণের নাম ইকবাল মাহমুদ (১৯)। তিনি উপজেলার চাঁদগাঁও গ্রামের মো. ইব্রাহীম খলিলের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নালিতাবাড়ী পৌর শহর থেকে ইকবাল মাহমুদ মোটরসাইকেল চালিয়ে চাঁদগাঁও গ্রামের বাড়িতে যাচ্ছিলেন। কালিনগর এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ভটভটি মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে ভটভটির নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই ইকবাল মারা যান।
নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বছির আহমেদ বলেন, দুর্ঘটনার পর তিনি ঘটনাস্থলে যান। ইকবালের লাশটি উদ্ধার করা হয়েছে। সেই সঙ্গে ভটভটি জব্দ করা হয়েছে। ভটভটিচালক দুর্ঘটনার পর পালিয়ে গেছেন। এ ব্যাপারে থানায় মামলা করার প্রস্তুতি চলছে।